😝😀 my dear funny friend! কেমন আছো তুমি? আশা করছি ভালো আছো। আর যদি কোনো কারণে মন খারাপ থাকেও তবে এই মুহুর্তে তোমার মন ভালো হয়ে যাবে আশা করি। কারণ তোমার জন্যে আজ একটি funny post নিয়ে এসেছি।
আজকের পোষ্টের টপিক হচ্ছে— facebook funny comment বাংলা ফানি কমেন্ট 😆😄😂। দেশে যে কত রসিক মানুষ আছে তা ফেসবুকের বড়বড় গ্রুপ এবং পেইজের comment box এর দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। আমি ফেসবুকের সেরা কিছু মজার লেখা কমেন্ট কালেক্ট করেছি যেগুলোকে সাধারণত facebook funny comment বলা হয়।
তবে জানিয়ে দেই যে, এটা আমাদের 2nd part. funny comment bangla মজার লেখা কমেন্ট শিরোনামে 53 টি ফানি কমেন্টের একটি পোস্ট রয়েছে আমাদের এই আমার ইশতিহার সাইটে। সো উভয়টি শেষ পর্যন্ত পড়ে দেখুন শুধু মজাই মজা।
facebook funny comment bangla
😃😄😁😆😅🤣😂😛🤪😝😛🤑
১। পাশে গার্লফ্রেন্ড ছিলো তাই ভাব দেখায়া ভিক্ষুকরে ১০০ টাকা দিছিলাম।ভিক্ষুক হাসতেছে আর আমারে কইতেছে, ভাইরে, এসব করেই আজ আমার এই দুরবস্থা। 🤑
facebook funny comments bangla
২। লুঙ্গি পরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ সামনে পোস্টটা আসলো, আর আমি এটা দেখে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় হাটার সময় দেখি পাড়ার ভাবি আর বৌদিরাও আমার দিকে তাকিয়ে হাসে, ওদের পাত্তা না দিয়ে আমি চলে গেলাম বড় পুকুরে গোসল করার জন্য, ঘাটে উপস্থিত হতেই দেখি আরেক কান্ড, মেয়েরা দেখি মুখে আঁচল গুজে মুচকি হেসে সবাই একপাশে সরে যাচ্ছে 🙄 আমি ওদের দিকে মন না দিয়ে গোসল করতে লাগলাম। গোসল শেষে লুঙ্গি বদলাতে গিয়ে দেখি আমি আমার জন্ম দিনের পোশাক পরে চলে আসছি—পুরাই লেঙ্গটা। 🙈 লোকজন এখন আমাকে নিয়ে পাবনার দিকে রওনা হচ্ছে। বিদায় পিতিবী। 🥺
facebook funny comment bangla
৩। বোরখা পরে গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তার রাগ ভাঙানোর জন্যে। ওমা, এখন তার ভাই নাকি আমারে ছাড়া বাঁচবে না। 😎
facebook funny comments bangla
৪। শ্বশুর বাড়িতে ভুলে বউ ভেবে শ্যালিকার হাত ধরেছিলাম। এখন শাশুড়ি লালশাক, গুঁড়া মাছ দিয়ে বলে, জামাই তো চোখে কম দেখে। 😒
funny comments for facebook
৫। প্রতি মুহুর্তে রাজ আর পরীমনি কি করে দিন রাত তার আপডেট না দিয়ে বরং একটা সিসি ক্যামেরা তাদের বাসায় ফিট করে ফেসবুক লাইভ করে রাখলে আমাদের আরো সুবিধা হত এবং কিছু সাংবাদিকদের অমানুষিক শ্রম থেকে বাঁচানো যেত। 😀
funny comments for facebook
৬। ভাগ্যিস, রাজ পরিমনি ছিলো। তাদের কারণে অনেকে সাংবাদিকদের বাসায় চুলো জ্বলে।🙂
funny comments for facebook
৭। বউয়ের জন্যে শাড়িকাপড় চুরি করতে গিয়ে পুলিশের কাছে আটক হয় চোর। চোরকে আদালতে তোলা হয়। উকিল চোরকে জেরা করছে।
উকিল : ধর্মাবতার, এই লোকটা এক রাতে একই দোকানে ছ’বার চুরি করেছে। তার কঠিন সাজা হওয়া উচিত।
চোরঃ হুজুর, ছবার দোকানে ঢুকলেও চুরি করেছি মাত্র দুখানা শাড়ি। আর বাকি পাঁচবার বউয়ের পছন্দ না হওয়ায় শাড়ি বদলানোর দোকানে ঢুকতে হয়েছিল।🙄
বিচারকঃ এ ব্যক্তি কারাগার থেকে বড় কারাগারে আছে। তার আর সাজা দরকার নাই। ওকে ছেড়ে দাও।😑
funny comments for facebook
৮। কমেন্ট পড়তে আসলাম। তোমাদের কমেন্ট পড়ে আমার অবুঝ মন বুঝদার হয়ে গেছে। তোমরা আমার বহুত বড় উপকার করলে। তোমাদের জন্য অনেক দোয়া। বেঁচে থাকো কেয়ামত পর্যন্ত। ধন্যবাদ।😎
funny comments for facebook
৯। বিনোদনের ডিব্বা! আরেহ, আপনারা আছেন বলেই এত সমস্যার মাঝেও বিনোদন নিতে পারি। 😃
funny facebook comments
১০। ব্রেকিং নিউজ! গাজা সংকটে বাংলাদেশ, মিলছে না কোথাও। পূর্বের মজুদকৃত কয়েকটি দোকানে সাংবাদিকদের উপচেপড়া ভিড়।
funny facebook comments
১১। মেয়াদোত্তীর্ণ গাঞ্জা কতটা ভয়াবহ তা এইরকম পোস্ট ও এইরকম সাংবাদিক না দেখলে কোনোদিন বুঝতে পারতাম নাহ।
funny facebook comments
১২। এই অষ্টমাশ্চর্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য সাংবাদিক ভাইকে আজীবন সম্মাননা দিয়ে জাতিকে ঋণমুক্ত করা হোক। এর জন্যে প্রতি জেলায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা উচিৎ। যেন কোনো ভাবেই সাংবাদিকের সম্মাননা হাত ছাড়া না হয়।
funny facebook comments
১৩। এই খবরে জাতি অনেক আনন্দিত। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এটা না জানলে এ জাতীর অপূরণীয় ক্ষতি হয়ে যেত। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যে এই সাংবাদিকের কাছে জাতী ঋণী হয়ে গেল। যেই ঋণ কোনো দিন শোধ হবে না।
funny facebook comments
১৪। একদিন ৩ জন লোক সমুদ্রে বেড়াতে গেলো। তন্মধ্যে একজন ভারতী। একজন পাকিস্তানি। একজন বাঙলাদেশী। হঠাৎ এক দৈত্য পানির ভিতর থেকে উঠে এলো 👺!! তিনজনই ভীষণ ভয় পেয়ে অনেক কান্না করছে। 😭 ওদের কান্না দেখে দৈত্যের মনে মায়া লাগলো। 😍
দৈত্য বললো: আমি তোমাদের একটা সুযোগ দিলাম। তোমরা পানিতে কিছু ফেলো, আমি আনতে পারলে তোমাদের খেয়ে ফেলবো। 😋
-সর্বপ্রথম ভারতীয় লোক একটা বন্ধুকের গুলি ফেললো! দৈত্য সেটা খুঁজে আনল অতঃপর তাকে খেয়ে ফেলল।
-দ্বিতীয়ত পাকিস্তানি একটা সুই ফেলল। দৈত্য সেটা খুজে আনল অতঃপর তাকেও খেয়ে ফেলল। এবার বাংলাদেশির পালা। সে পানিতে মুতে দিল।মুত পানিতে মিশে গেল দৈত্য আর মুত আনতে পারল না। দৈত্যকে পরাজিত করে বীর বাঙালি বীরদর্পে চলে এলো।
funny comments bangla
১৫। বাংলাদেশের সব কিছুই উন্নতি হয়েছে। বাট মেন্টাল হসপিটাল একটাই।তাও আবার পাবনায়। প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে মেন্টাল হসপিটাল করার জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
funny comments bangla
১৬। জীবনে গাঞ্জা খেয়ে যতটা সুখ ফিল করি তার চেয়ে বেশি ফিল করি সাংবাদিকের কিছু কিছু নিউজ দেখে। তাই গাঞ্জা খাওয়া বাদ দিয়া এখন নিয়মিত নিউজ দেখি।😝
funny comments bangla
১৭। ব্যাপারটা বুঝে আসছে না! রাস্তায় নরমালে বাচ্চা হয়। বাসে হয়। মেট্রোরেলে হয়। কিন্তু হসপিটালে সিজার ছাড়া বাচ্চা হয় না কেন। 🤔
funny comments bangla
১৮। ভাগ্যিস বাংলাদেশে বাস করি। নাহলে কত্তো বিনোদন যে মিস করতাম।
funny comments bangla
১৯। বাসায় ফিরছি। whatsApp এ চ্যাট করতে করতে ভুল করে কখন যে পাশের বাসায় ঢুকে পড়েছি বুঝতেই পারিনি। আশ্চর্য! সেই বাসার ভাবই আমাকে এক কাপ চাও দিয়ে গেল! সিরিয়াল দেখার ঘোরে বুঝতেও পারল না আমি তার স্বামী না! চা এ চুমুক দিলাম, এমন সময় উনার স্বামী বাসায় ঢুকে আমাকে দেখেই বললো ”সরি, ভুলে অন্য বাসায় এসে পড়েছি।” বলেই ফেসবুকিং করতে করতে বেরিয়ে গেল!! 🙂
bangla funny comments on friens photo
২০। অন্যের খাতায় লিখে লিখে কলমের কালি কমিয়ে ফেললে নিজের খাতায় লিখতে গেলে কালি সংকট হবে এবং কলম দুর্বল হয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই যেখানে সেখানে কলম দিয়ে লিখে নিজের খাতা নিশ্চিত করে তবেই প্রচুর লেখালেখি করুন ও আনন্দে বাঁচুন।নইলে এমন ঘটনা ঘটতেই থাকবে। 😉
funny comments in bengali
২১। আব্বুকে বলেছিলাম টাকা দাও, আব্বু বলে কি করবি?
বললাম: বিরিয়ানি😋
আব্বু শুনল: বিড়ি-আনি। 🚬
তারপরই শুনি কানের উপর বজ্রধ্বনি।🖐️ এখন আমি ডান কানে কম শুনি।🤦♂😫
funny comments in bengali
২২। সারারাত স্বপ্ন দেখলাম বিমানের জানালা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ছেঁড়া মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছি!🙂 কেমনডা লাগে😒।
funny comments in bengali
২৩। মাঝে মাঝে মনে হয় আমরা বৃটিশদের থেকে মুক্তি পাইনি, বরং বৃটিশরা আমাদের থেকে মুক্তি পেয়ে বেঁচে গেছে।
funny comments in bengali
২৪। পৃথিবীতে চারটি কাজ করা অসম্ভব।এক. পিঁপড়ার ঠোঁটে লিপিষ্টিক দেওয়া।
দুই. হাতিকে কোলে বসানো।
তিন. মশাকে কাপড় পরানো।
চার. এ ধরনের পোষ্টদাতাকে মানুষ বানানো।😆
funny comments in bengali
২৫। ইজ্জতের ভয়ে মনের স্বাদ মিটাইয়া কমেন্ট করতে পারি না। এলাকার কেউ যদি সেই কমেন্ট দেখে ফেলে।😑
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৬। বাহ অসাধারণ👏
হারবাল ফার্মেসীর সৌজন্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি মহা মূল্যবান কৃমির ওষুধ। 💊💊 কারণ, কৃমি না কামড়ালে এই রকম কেউ করে না। 🐸
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৭। বিমানের জানালার পাশে বসে হাওয়া খেতে খেতে উগান্ডা যাচ্ছিলাম আর মোবাইল গুতাগুতি করছিলাম। হঠাৎ এই পোস্টটা আমার চোখে পড়ে। পোষ্টটা দেখে হাসির চোটে মোবাইলটা হাত থেকে ছুটে গেল। কিন্তু আমাকে তো হা হা দিতেই হবে। কী আর করার, জীবনের মায়া ভুলে গিয়ে লাফ দিলাম মোবাইলের পিছে। ৫ মিনিট উড়ার পর উত্তর বিষুব রেখা বরাবর ৪৫ ডিগ্রি অক্ষাংশে ভূ-তাপীয় অঞ্চলে এসে মোবাইলের নাগাল পাই। সাথে সাথে পোষ্ট এ হা হা দিয়ে দিলাম। এখন শান্তি লাগতেছে। এখনো নিচের দিকে পড়তেছি। নিচে সাগর দেখা যাচ্ছে। সাগরের হাঙ্গর হা করে আছে আমাকে খাওয়ার জন্য। আমার মনে হয় আমি আর বাঁচবো না, কিন্তু কোনো আফসোস নেই। আমিতো পোস্টে হা হা দিতে পেরেছি। 😁 এবার মরেও শান্তি পাবো।
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৮। জীবনের ঝুঁকি নিয়ে এত গুরুত্বপূর্ণ নিউজ করার জন্য সাংবাদিক সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🥱
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৯। পাসপোর্ট ভিসা রেডি, টিকেটটা কনফার্ম হলেই বাংলাদেশটা তোদের দিয়ে বিদেশ চলে যাবো তোদের প্যারা আর নিতে পারছি না। মাফ করে। 🙏
বাংলা ফানি কমেন্ট, হাসির কমেন্ট
৩০। এক বিয়েতে খাবার না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছিলো। এক লোক বিরক্ত হয়ে বল্লো ভাইজান, গলায় পানি আটকে গেছে একটু বিরিয়ানি হবে!🤭🤭
fb comment (হাস্যকর কমেন্ট)
৩১। একজন লোক কিছু জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন একটি গ্রুপে। তখন একব্যক্তি একটি মজার কমেন্ট করল:
“জি, আপনি সঠিক জায়গায় প্রশ্ন করেছেন। ধৈর্য ধরে অপেক্ষা করুন।বিজ্ঞানীগণ কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং আপনার প্রশ্নের স্টোমাক, কিডনি, লিভার, ফুসফুস সব একটা একটা করে খুলে খুলে চেক করে উত্তর দিবেন। আশা করি আপনার আর কোথাও যাওয়া লাগবে নাহ”। 🙂
bangla funny comments on friens photo
৩২। বন্ধুর উপবৃত্তির ফর্মে দেখলাম তার ঘরে বিদ্যুৎ নাই। বাসায় গিয়ে দেখি দুই রুমে দুইটা এসি।🙂
funny bangla comment text
৩৩। ফেসবুক কোম্পানির কাছে আকুল আবেদন, কমেন্ট বক্সে ভয়েস সিস্টেম চালু করা হোক। লিখে লিখে মনের ভাব প্রকাশ করে কোলল পাওয়া যাচ্ছে না।🥴
funny bangla comment text
৩৪। আমার অর্ধেক জীবন যাচ্ছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা আর সাংবাদিকদের গালি দিতে দিতে। বাকি অর্ধেক জীবন যাবে এদের গালি দেওয়ার অপরাধে মোনাজাতে ক্ষমা চাইতে চাইতে।
funny bangla comment text
৩৫। আমি জীবনে ফেইসবুক একাউন্ট খুলে মহা পাপ করেছি। না হলে এগুলো আজ দেখতে হতো না😃😛
funny bangla comment text
৩৬। পশু হাসপাতাল এক অদ্ভুত জায়গা, এখানে চিকিৎসা হয় পশুর, আর খাতায় নাম লেখা হয় মালিকের।
যেমন,— নাম:সাদিয়া আক্তার।
সমস্যা: লেজে ঘা🙂
funny bangla comment text
৩৭। গুলিস্তানের ভিড়ের মধ্যে হাটতেছি।হঠাৎ ফোনে কল আসল। ধরতে গিয়ে খেয়াল করলাম আমার পকেটে আরেকজেহাত। অবাক হয়ে তাকিয়ে ছিলাম লোকটার দিকে। দশ সেকেন্ড দুজন অবাক হয়ে চোখে চোখে তাকিয়ে অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলাম প্রায় বিশ সেকেন্ড। হঠাৎ লোকটা একটা মলিন হাসি দিয়ে বলল:
-ভাইজান আপনার ফোন এসেছিল।ভাবলাম এত ভিড়ে ফোন বের করতে কষ্ট হবে, তাই আরকি একটু সাহায্য করতেছিলাম। এই বলে ফোনটা আমার হাতে দিলো। আমার চোখে পানি চলে আসলো। আমি কিছু মা ভেবেই তাকে জড়িয়ে ধরলাম।
আপনার মতো কেউ ভাবে না আমার জন্য। চা খাবেন?
না ভাই সাহায্য এর বদলে কিছু নিলে পাপ হয়। আজ আসি অন্য একদিন দেখা হবে। তাকে বিদায় দিয়ে আসার সময় আকাশের দিকে তাকিয়ে ভাবলাম,মানুষ শুধু শুধুই গুলিস্তান নিয়ে উল্টাপাল্টা কথা বলে। এদের কি তারা দেখে না! সমাজ এতটাই খারাপ।😉
😅 fb comment (হাস্যকর কমেন্ট)
৩৮। স্ত্রী: রান্না কেমন হয়েছে?
স্বামী: অসাধারণ!
স্ত্রী: কিন্তু তোমার ছেলে যে বলল ভালো হয় নি!
স্বামী: ও তো ছোট মানুষ, এখনো বিয়ে করেনি। তাই কোথায় কি বলতে হয় জানেনা!☺
fb comment (হাস্যকর কমেন্ট)
৩৯। জীবনে প্রথম যখন ফেইসবুক আইডি খুলি তখন খুঁজে খুঁজে আত্মীয় স্বজনদের এড করতাম, আর এখন খুঁজে খুঁজে ব্লক করি। 🥴
fb comment (হাস্যকর কমেন্ট)
৪০। রাত দেড়টায় ছেলের প্রশ্ন, ‘বাবা আমার ভাইবোন নাই কেন?’ ☹️
দীর্ঘশ্বাস ফেলে বাবা বলল😒
‘বাপ তুই ঘুনা, তুই সময়মত ঘুমাসনা বলেই তোর ভাইবোন নেই।😊
bangla funny comments on friens photo
৪১। তোমার পিরিয়ড এর তীব্র গন্ধ আমার নাকে ভাসলে হাসনাহেনা, শিউলি, বেলি, এমনকি পৃথিবীর সমস্ত ফুলের গন্ধ হার মেনে যায়। 🤤
😄 fb comment (হাস্যকর কমেন্ট)
৪২। সাদিয়া দের বাড়িতে প্রাইভেট পড়াতে গিয়েছিলাম।😇 বিরিয়ানী রান্না হচ্ছে দেখে এক ঘন্টা বেশি পড়ালাম তারপরও খেতে দিলনাহ। 😭
funny facebook comments
৪৩। পরিমণি বাংলাদেশের সাংবাদিকদের হৃদয়ে থাকবে সবসময়। কারন পরিমণি সাংবাদিকদের আবেগ,খুরাক ইত্যাদি!!🤦♀️🤦♀️
facebook funny comment bangla
৪৪। অপারেশন টেবিলে ডাক্তারের স্ত্রী।
ডাক্তার স্বয়ং স্ত্রীর অপারেশন করবেন।পাশে দাঁড়িয়ে আছেন সুন্দরী কমবয়সী একজন নার্স। ডাক্তার স্ত্রীকে অজ্ঞান হবার ওষুধ দিলেন, কিন্তু স্ত্রী অজ্ঞান হলেন না। এই দেখে ডাক্তার আবার অজ্ঞান হবার ইনজেকশন দিলেন, কিন্তু এবারো কোনো এফেক্ট হলো না স্ত্রীর উপর। পরের পদক্ষেপ হিসেবে ডাক্তার স্ত্রীকে তীব্র ক্লোরোফর্ম শোঁকাবেন বলে মনস্থির করলেন। ক্লোরোফর্ম আনার জন্যে যখন ডাক্তার নার্সকে অনুরোধ করছেন, তখনই স্ত্রী বলে উঠল, “তুমি যতো চেষ্টাই করো না কেন, যতক্ষণ তোমার সাথে ঐ সুন্দরী দুই নার্স আছে, অজ্ঞান আমি কিছুতেই হবো না”।
funny comment
৪৫। নিশ্চয়ই কোনো বড় ধরনের পাপ করছি,নাহলে শত শত পোষ্ট থাকতে এগুলাই ক্যান সামনে আসবে ভাই🙃
৪৬। একদিন এক বিমানে করে ✈️
১.কোহলি
২.রুবেল
৩.মেসি
৪.নেইমার
৫.আর এক স্কুল ছাত্র যাচ্ছিল। হঠাৎ মাঝ আকাশে বিমানটি নষ্ট হয়ে গেল।বিমানে ছিল মাত্র ৪টি প্যারাসুট।
১ম: কোহলি : আমার যাওয়া দরকার।আমি মরে গেলে অনুষ্কার কি হবে? তাই বলে প্যারাসুট নিয়ে দিল লাফ🤣
২য় : রুবেল : আমি হ্যাপির সাথে খুব অন্যায় করে ফেলছি। তারে সরি না বলে আমি মরে ও শান্তি পাব না। তাই বলে প্যারাসুট নিয়ে ইয়াহু।🤣
৩য়: নেইমার: ভাই আমার ফ্যানদের ভালো কিছু উপহার না দিয়ে যেতে পারবো না। তাড়াহুড়া করে দিলো লাফ!বাকি আছে একটা প্যারাসুট।🤣
৪র্থঃ মেসি: স্কুল ছাত্রকে বলল : তুমি যাও। আমি মরে গেলে আমার ভক্তরা আমাকে গর্বের সাথে স্মরণ করবে। তখন স্কুল ছাত্র বলল তার কোনো প্রয়োজন নেই বস ২টো প্যারাসুট ই আছে। নেইমার! হালায় তাড়াহুড়া করে আমার স্কুল ব্যাগ নিয়ে লাফ মারছে……..!
বাংলা ফানি কমেন্ট মজার লেখা কমেন্ট
৪৭। সাংবাদিকদের কি আর দোষ দিবো,বড় দোষ ত করছি আমি, ফেইসবুক একাউন্ট খুলে।
fb comment মজার লেখা কমেন্ট
৪৮। গাঞ্জা নিয়ে ধরা খাওয়ার নিউজ পোস্টে এক রসিক লোকের কমন্ট: “গাজাপুলি পিঠার প্রধান কাঁচামাল এভাবে তাহাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ঠিক হয়নি।। সমাজের গাজাপুলি পিঠা বঞ্চিত মানুষগুলোর জন্যই তাহাদের এতো আয়োজন”।
😃 বন্ধুর ছবিতে মজার কমেন্ট😁
আমি কাউকে বুদ্বি দেই না। একজনকে দিয়েছিলাম, সে এখন ভিক্ষা করে খায়।😛
funny bangla comment text
পত্রিকায় একটা সংকটের কথা বলে নিউজ হয়। একজন এসে কমেন্ট করল। “একটু অপেক্ষা করুন বাংলাদেশের ইউটিউব ফেসবুক বিজ্ঞানীরা শীঘ্রই এর সঠিক সমাধান বের করবে”। 😀
আরোও পড়ুন: দ্বিতীয় পার্ট 53 funny comment bangla মজার লেখা কমেন্ট এখানে আরও মজাদার কমেন্ট পড়ুন ।
😃বন্ধুর ছবিতে মজার কমেন্ট
‘টাকা-পয়সা গেছে সেটা বড় কথা না, ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলো।’
এটা হচ্ছে মানিব্যাগ হারানোর পর পোলাপানের সবচেয়ে বড় চাপা।
প্রিয় রসিক বন্ধু আশা করি আজকের funny facebook comments/ facebook funny comment bangla
বাংলা ফানি কমেন্ট পোস্টটি পড়ে মজা পেয়েছেন।
—আমার ইশতিহার।
Related
New 50 facebook funny comment bangla বাংলা ফানি কমেন্ট
😝😀 my dear funny friend! কেমন আছো তুমি? আশা করছি ভালো আছো। আর যদি কোনো কারণে মন খারাপ থাকেও তবে এই মুহুর্তে তোমার মন ভালো হয়ে যাবে আশা করি। কারণ তোমার জন্যে আজ একটি funny post নিয়ে এসেছি।
আজকের পোষ্টের টপিক হচ্ছে— facebook funny comment বাংলা ফানি কমেন্ট 😆😄😂। দেশে যে কত রসিক মানুষ আছে তা ফেসবুকের বড়বড় গ্রুপ এবং পেইজের comment box এর দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। আমি ফেসবুকের সেরা কিছু মজার লেখা কমেন্ট কালেক্ট করেছি যেগুলোকে সাধারণত facebook funny comment বলা হয়।
তবে জানিয়ে দেই যে, এটা আমাদের 2nd part. funny comment bangla মজার লেখা কমেন্ট শিরোনামে 53 টি ফানি কমেন্টের একটি পোস্ট রয়েছে আমাদের এই আমার ইশতিহার সাইটে। সো উভয়টি শেষ পর্যন্ত পড়ে দেখুন শুধু মজাই মজা।
facebook funny comment bangla
😃😄😁😆😅🤣😂😛🤪😝😛🤑
১। পাশে গার্লফ্রেন্ড ছিলো তাই ভাব দেখায়া ভিক্ষুকরে ১০০ টাকা দিছিলাম।ভিক্ষুক হাসতেছে আর আমারে কইতেছে, ভাইরে, এসব করেই আজ আমার এই দুরবস্থা। 🤑
facebook funny comments bangla
২। লুঙ্গি পরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ সামনে পোস্টটা আসলো, আর আমি এটা দেখে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় হাটার সময় দেখি পাড়ার ভাবি আর বৌদিরাও আমার দিকে তাকিয়ে হাসে, ওদের পাত্তা না দিয়ে আমি চলে গেলাম বড় পুকুরে গোসল করার জন্য, ঘাটে উপস্থিত হতেই দেখি আরেক কান্ড, মেয়েরা দেখি মুখে আঁচল গুজে মুচকি হেসে সবাই একপাশে সরে যাচ্ছে 🙄 আমি ওদের দিকে মন না দিয়ে গোসল করতে লাগলাম। গোসল শেষে লুঙ্গি বদলাতে গিয়ে দেখি আমি আমার জন্ম দিনের পোশাক পরে চলে আসছি—পুরাই লেঙ্গটা। 🙈 লোকজন এখন আমাকে নিয়ে পাবনার দিকে রওনা হচ্ছে। বিদায় পিতিবী। 🥺
facebook funny comment bangla
৩। বোরখা পরে গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তার রাগ ভাঙানোর জন্যে। ওমা, এখন তার ভাই নাকি আমারে ছাড়া বাঁচবে না। 😎
facebook funny comments bangla
৪। শ্বশুর বাড়িতে ভুলে বউ ভেবে শ্যালিকার হাত ধরেছিলাম। এখন শাশুড়ি লালশাক, গুঁড়া মাছ দিয়ে বলে, জামাই তো চোখে কম দেখে। 😒
funny comments for facebook
৫। প্রতি মুহুর্তে রাজ আর পরীমনি কি করে দিন রাত তার আপডেট না দিয়ে বরং একটা সিসি ক্যামেরা তাদের বাসায় ফিট করে ফেসবুক লাইভ করে রাখলে আমাদের আরো সুবিধা হত এবং কিছু সাংবাদিকদের অমানুষিক শ্রম থেকে বাঁচানো যেত। 😀
funny comments for facebook
৬। ভাগ্যিস, রাজ পরিমনি ছিলো। তাদের কারণে অনেকে সাংবাদিকদের বাসায় চুলো জ্বলে।🙂
funny comments for facebook
৭। বউয়ের জন্যে শাড়িকাপড় চুরি করতে গিয়ে পুলিশের কাছে আটক হয় চোর। চোরকে আদালতে তোলা হয়। উকিল চোরকে জেরা করছে।
উকিল : ধর্মাবতার, এই লোকটা এক রাতে একই দোকানে ছ’বার চুরি করেছে। তার কঠিন সাজা হওয়া উচিত।
চোরঃ হুজুর, ছবার দোকানে ঢুকলেও চুরি করেছি মাত্র দুখানা শাড়ি। আর বাকি পাঁচবার বউয়ের পছন্দ না হওয়ায় শাড়ি বদলানোর দোকানে ঢুকতে হয়েছিল।🙄
বিচারকঃ এ ব্যক্তি কারাগার থেকে বড় কারাগারে আছে। তার আর সাজা দরকার নাই। ওকে ছেড়ে দাও।😑
funny comments for facebook
৮। কমেন্ট পড়তে আসলাম। তোমাদের কমেন্ট পড়ে আমার অবুঝ মন বুঝদার হয়ে গেছে। তোমরা আমার বহুত বড় উপকার করলে। তোমাদের জন্য অনেক দোয়া। বেঁচে থাকো কেয়ামত পর্যন্ত। ধন্যবাদ।😎
funny comments for facebook
৯। বিনোদনের ডিব্বা! আরেহ, আপনারা আছেন বলেই এত সমস্যার মাঝেও বিনোদন নিতে পারি। 😃
funny facebook comments
১০। ব্রেকিং নিউজ! গাজা সংকটে বাংলাদেশ, মিলছে না কোথাও। পূর্বের মজুদকৃত কয়েকটি দোকানে সাংবাদিকদের উপচেপড়া ভিড়।
funny facebook comments
১১। মেয়াদোত্তীর্ণ গাঞ্জা কতটা ভয়াবহ তা এইরকম পোস্ট ও এইরকম সাংবাদিক না দেখলে কোনোদিন বুঝতে পারতাম নাহ।
funny facebook comments
১২। এই অষ্টমাশ্চর্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য সাংবাদিক ভাইকে আজীবন সম্মাননা দিয়ে জাতিকে ঋণমুক্ত করা হোক। এর জন্যে প্রতি জেলায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা উচিৎ। যেন কোনো ভাবেই সাংবাদিকের সম্মাননা হাত ছাড়া না হয়।
funny facebook comments
১৩। এই খবরে জাতি অনেক আনন্দিত। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এটা না জানলে এ জাতীর অপূরণীয় ক্ষতি হয়ে যেত। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যে এই সাংবাদিকের কাছে জাতী ঋণী হয়ে গেল। যেই ঋণ কোনো দিন শোধ হবে না।
funny facebook comments
১৪। একদিন ৩ জন লোক সমুদ্রে বেড়াতে গেলো। তন্মধ্যে একজন ভারতী। একজন পাকিস্তানি। একজন বাঙলাদেশী। হঠাৎ এক দৈত্য পানির ভিতর থেকে উঠে এলো 👺!! তিনজনই ভীষণ ভয় পেয়ে অনেক কান্না করছে। 😭 ওদের কান্না দেখে দৈত্যের মনে মায়া লাগলো। 😍
দৈত্য বললো: আমি তোমাদের একটা সুযোগ দিলাম। তোমরা পানিতে কিছু ফেলো, আমি আনতে পারলে তোমাদের খেয়ে ফেলবো। 😋
-সর্বপ্রথম ভারতীয় লোক একটা বন্ধুকের গুলি ফেললো! দৈত্য সেটা খুঁজে আনল অতঃপর তাকে খেয়ে ফেলল।
-দ্বিতীয়ত পাকিস্তানি একটা সুই ফেলল। দৈত্য সেটা খুজে আনল অতঃপর তাকেও খেয়ে ফেলল। এবার বাংলাদেশির পালা। সে পানিতে মুতে দিল।মুত পানিতে মিশে গেল দৈত্য আর মুত আনতে পারল না। দৈত্যকে পরাজিত করে বীর বাঙালি বীরদর্পে চলে এলো।
funny comments bangla
১৫। বাংলাদেশের সব কিছুই উন্নতি হয়েছে। বাট মেন্টাল হসপিটাল একটাই।তাও আবার পাবনায়। প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে মেন্টাল হসপিটাল করার জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
funny comments bangla
১৬। জীবনে গাঞ্জা খেয়ে যতটা সুখ ফিল করি তার চেয়ে বেশি ফিল করি সাংবাদিকের কিছু কিছু নিউজ দেখে। তাই গাঞ্জা খাওয়া বাদ দিয়া এখন নিয়মিত নিউজ দেখি।😝
funny comments bangla
১৭। ব্যাপারটা বুঝে আসছে না! রাস্তায় নরমালে বাচ্চা হয়। বাসে হয়। মেট্রোরেলে হয়। কিন্তু হসপিটালে সিজার ছাড়া বাচ্চা হয় না কেন। 🤔
funny comments bangla
১৮। ভাগ্যিস বাংলাদেশে বাস করি। নাহলে কত্তো বিনোদন যে মিস করতাম।
funny comments bangla
১৯। বাসায় ফিরছি। whatsApp এ চ্যাট করতে করতে ভুল করে কখন যে পাশের বাসায় ঢুকে পড়েছি বুঝতেই পারিনি। আশ্চর্য! সেই বাসার ভাবই আমাকে এক কাপ চাও দিয়ে গেল! সিরিয়াল দেখার ঘোরে বুঝতেও পারল না আমি তার স্বামী না! চা এ চুমুক দিলাম, এমন সময় উনার স্বামী বাসায় ঢুকে আমাকে দেখেই বললো ”সরি, ভুলে অন্য বাসায় এসে পড়েছি।” বলেই ফেসবুকিং করতে করতে বেরিয়ে গেল!! 🙂
bangla funny comments on friens photo
২০। অন্যের খাতায় লিখে লিখে কলমের কালি কমিয়ে ফেললে নিজের খাতায় লিখতে গেলে কালি সংকট হবে এবং কলম দুর্বল হয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই যেখানে সেখানে কলম দিয়ে লিখে নিজের খাতা নিশ্চিত করে তবেই প্রচুর লেখালেখি করুন ও আনন্দে বাঁচুন।নইলে এমন ঘটনা ঘটতেই থাকবে। 😉
funny comments in bengali
২১। আব্বুকে বলেছিলাম টাকা দাও, আব্বু বলে কি করবি?
বললাম: বিরিয়ানি😋
আব্বু শুনল: বিড়ি-আনি। 🚬
তারপরই শুনি কানের উপর বজ্রধ্বনি।🖐️ এখন আমি ডান কানে কম শুনি।🤦♂😫
funny comments in bengali
২২। সারারাত স্বপ্ন দেখলাম বিমানের জানালা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ছেঁড়া মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছি!🙂 কেমনডা লাগে😒।
funny comments in bengali
২৩। মাঝে মাঝে মনে হয় আমরা বৃটিশদের থেকে মুক্তি পাইনি, বরং বৃটিশরা আমাদের থেকে মুক্তি পেয়ে বেঁচে গেছে।
funny comments in bengali
২৪। পৃথিবীতে চারটি কাজ করা অসম্ভব।এক. পিঁপড়ার ঠোঁটে লিপিষ্টিক দেওয়া।
দুই. হাতিকে কোলে বসানো।
তিন. মশাকে কাপড় পরানো।
চার. এ ধরনের পোষ্টদাতাকে মানুষ বানানো।😆
funny comments in bengali
২৫। ইজ্জতের ভয়ে মনের স্বাদ মিটাইয়া কমেন্ট করতে পারি না। এলাকার কেউ যদি সেই কমেন্ট দেখে ফেলে।😑
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৬। বাহ অসাধারণ👏
হারবাল ফার্মেসীর সৌজন্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি মহা মূল্যবান কৃমির ওষুধ। 💊💊 কারণ, কৃমি না কামড়ালে এই রকম কেউ করে না। 🐸
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৭। বিমানের জানালার পাশে বসে হাওয়া খেতে খেতে উগান্ডা যাচ্ছিলাম আর মোবাইল গুতাগুতি করছিলাম। হঠাৎ এই পোস্টটা আমার চোখে পড়ে। পোষ্টটা দেখে হাসির চোটে মোবাইলটা হাত থেকে ছুটে গেল। কিন্তু আমাকে তো হা হা দিতেই হবে। কী আর করার, জীবনের মায়া ভুলে গিয়ে লাফ দিলাম মোবাইলের পিছে। ৫ মিনিট উড়ার পর উত্তর বিষুব রেখা বরাবর ৪৫ ডিগ্রি অক্ষাংশে ভূ-তাপীয় অঞ্চলে এসে মোবাইলের নাগাল পাই। সাথে সাথে পোষ্ট এ হা হা দিয়ে দিলাম। এখন শান্তি লাগতেছে। এখনো নিচের দিকে পড়তেছি। নিচে সাগর দেখা যাচ্ছে। সাগরের হাঙ্গর হা করে আছে আমাকে খাওয়ার জন্য। আমার মনে হয় আমি আর বাঁচবো না, কিন্তু কোনো আফসোস নেই। আমিতো পোস্টে হা হা দিতে পেরেছি। 😁 এবার মরেও শান্তি পাবো।
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৮। জীবনের ঝুঁকি নিয়ে এত গুরুত্বপূর্ণ নিউজ করার জন্য সাংবাদিক সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🥱
বাংলা ফানি কমেন্ট হাসির কমেন্ট
২৯। পাসপোর্ট ভিসা রেডি, টিকেটটা কনফার্ম হলেই বাংলাদেশটা তোদের দিয়ে বিদেশ চলে যাবো তোদের প্যারা আর নিতে পারছি না। মাফ করে। 🙏
বাংলা ফানি কমেন্ট, হাসির কমেন্ট
৩০। এক বিয়েতে খাবার না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছিলো। এক লোক বিরক্ত হয়ে বল্লো ভাইজান, গলায় পানি আটকে গেছে একটু বিরিয়ানি হবে!🤭🤭
fb comment (হাস্যকর কমেন্ট)
৩১। একজন লোক কিছু জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন একটি গ্রুপে। তখন একব্যক্তি একটি মজার কমেন্ট করল:
“জি, আপনি সঠিক জায়গায় প্রশ্ন করেছেন। ধৈর্য ধরে অপেক্ষা করুন।বিজ্ঞানীগণ কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং আপনার প্রশ্নের স্টোমাক, কিডনি, লিভার, ফুসফুস সব একটা একটা করে খুলে খুলে চেক করে উত্তর দিবেন। আশা করি আপনার আর কোথাও যাওয়া লাগবে নাহ”। 🙂
bangla funny comments on friens photo
৩২। বন্ধুর উপবৃত্তির ফর্মে দেখলাম তার ঘরে বিদ্যুৎ নাই। বাসায় গিয়ে দেখি দুই রুমে দুইটা এসি।🙂
funny bangla comment text
৩৩। ফেসবুক কোম্পানির কাছে আকুল আবেদন, কমেন্ট বক্সে ভয়েস সিস্টেম চালু করা হোক। লিখে লিখে মনের ভাব প্রকাশ করে কোলল পাওয়া যাচ্ছে না।🥴
funny bangla comment text
৩৪। আমার অর্ধেক জীবন যাচ্ছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা আর সাংবাদিকদের গালি দিতে দিতে। বাকি অর্ধেক জীবন যাবে এদের গালি দেওয়ার অপরাধে মোনাজাতে ক্ষমা চাইতে চাইতে।
funny bangla comment text
৩৫। আমি জীবনে ফেইসবুক একাউন্ট খুলে মহা পাপ করেছি। না হলে এগুলো আজ দেখতে হতো না😃😛
funny bangla comment text
৩৬। পশু হাসপাতাল এক অদ্ভুত জায়গা, এখানে চিকিৎসা হয় পশুর, আর খাতায় নাম লেখা হয় মালিকের।
যেমন,— নাম:সাদিয়া আক্তার।
সমস্যা: লেজে ঘা🙂
funny bangla comment text
৩৭। গুলিস্তানের ভিড়ের মধ্যে হাটতেছি।হঠাৎ ফোনে কল আসল। ধরতে গিয়ে খেয়াল করলাম আমার পকেটে আরেকজেহাত। অবাক হয়ে তাকিয়ে ছিলাম লোকটার দিকে। দশ সেকেন্ড দুজন অবাক হয়ে চোখে চোখে তাকিয়ে অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলাম প্রায় বিশ সেকেন্ড। হঠাৎ লোকটা একটা মলিন হাসি দিয়ে বলল:
-ভাইজান আপনার ফোন এসেছিল।ভাবলাম এত ভিড়ে ফোন বের করতে কষ্ট হবে, তাই আরকি একটু সাহায্য করতেছিলাম। এই বলে ফোনটা আমার হাতে দিলো। আমার চোখে পানি চলে আসলো। আমি কিছু মা ভেবেই তাকে জড়িয়ে ধরলাম।
আপনার মতো কেউ ভাবে না আমার জন্য। চা খাবেন?
না ভাই সাহায্য এর বদলে কিছু নিলে পাপ হয়। আজ আসি অন্য একদিন দেখা হবে। তাকে বিদায় দিয়ে আসার সময় আকাশের দিকে তাকিয়ে ভাবলাম,মানুষ শুধু শুধুই গুলিস্তান নিয়ে উল্টাপাল্টা কথা বলে। এদের কি তারা দেখে না! সমাজ এতটাই খারাপ।😉
😅 fb comment (হাস্যকর কমেন্ট)
৩৮। স্ত্রী: রান্না কেমন হয়েছে?
স্বামী: অসাধারণ!
স্ত্রী: কিন্তু তোমার ছেলে যে বলল ভালো হয় নি!
স্বামী: ও তো ছোট মানুষ, এখনো বিয়ে করেনি। তাই কোথায় কি বলতে হয় জানেনা!☺
fb comment (হাস্যকর কমেন্ট)
৩৯। জীবনে প্রথম যখন ফেইসবুক আইডি খুলি তখন খুঁজে খুঁজে আত্মীয় স্বজনদের এড করতাম, আর এখন খুঁজে খুঁজে ব্লক করি। 🥴
fb comment (হাস্যকর কমেন্ট)
৪০। রাত দেড়টায় ছেলের প্রশ্ন, ‘বাবা আমার ভাইবোন নাই কেন?’ ☹️
দীর্ঘশ্বাস ফেলে বাবা বলল😒
‘বাপ তুই ঘুনা, তুই সময়মত ঘুমাসনা বলেই তোর ভাইবোন নেই।😊
bangla funny comments on friens photo
৪১। তোমার পিরিয়ড এর তীব্র গন্ধ আমার নাকে ভাসলে হাসনাহেনা, শিউলি, বেলি, এমনকি পৃথিবীর সমস্ত ফুলের গন্ধ হার মেনে যায়। 🤤
😄 fb comment (হাস্যকর কমেন্ট)
৪২। সাদিয়া দের বাড়িতে প্রাইভেট পড়াতে গিয়েছিলাম।😇 বিরিয়ানী রান্না হচ্ছে দেখে এক ঘন্টা বেশি পড়ালাম তারপরও খেতে দিলনাহ। 😭
funny facebook comments
৪৩। পরিমণি বাংলাদেশের সাংবাদিকদের হৃদয়ে থাকবে সবসময়। কারন পরিমণি সাংবাদিকদের আবেগ,খুরাক ইত্যাদি!!🤦♀️🤦♀️
facebook funny comment bangla
৪৪। অপারেশন টেবিলে ডাক্তারের স্ত্রী।
ডাক্তার স্বয়ং স্ত্রীর অপারেশন করবেন।পাশে দাঁড়িয়ে আছেন সুন্দরী কমবয়সী একজন নার্স। ডাক্তার স্ত্রীকে অজ্ঞান হবার ওষুধ দিলেন, কিন্তু স্ত্রী অজ্ঞান হলেন না। এই দেখে ডাক্তার আবার অজ্ঞান হবার ইনজেকশন দিলেন, কিন্তু এবারো কোনো এফেক্ট হলো না স্ত্রীর উপর। পরের পদক্ষেপ হিসেবে ডাক্তার স্ত্রীকে তীব্র ক্লোরোফর্ম শোঁকাবেন বলে মনস্থির করলেন। ক্লোরোফর্ম আনার জন্যে যখন ডাক্তার নার্সকে অনুরোধ করছেন, তখনই স্ত্রী বলে উঠল, “তুমি যতো চেষ্টাই করো না কেন, যতক্ষণ তোমার সাথে ঐ সুন্দরী দুই নার্স আছে, অজ্ঞান আমি কিছুতেই হবো না”।
funny comment
৪৫। নিশ্চয়ই কোনো বড় ধরনের পাপ করছি,নাহলে শত শত পোষ্ট থাকতে এগুলাই ক্যান সামনে আসবে ভাই🙃
৪৬। একদিন এক বিমানে করে ✈️
১.কোহলি
২.রুবেল
৩.মেসি
৪.নেইমার
৫.আর এক স্কুল ছাত্র যাচ্ছিল। হঠাৎ মাঝ আকাশে বিমানটি নষ্ট হয়ে গেল।বিমানে ছিল মাত্র ৪টি প্যারাসুট।
১ম: কোহলি : আমার যাওয়া দরকার।আমি মরে গেলে অনুষ্কার কি হবে? তাই বলে প্যারাসুট নিয়ে দিল লাফ🤣
২য় : রুবেল : আমি হ্যাপির সাথে খুব অন্যায় করে ফেলছি। তারে সরি না বলে আমি মরে ও শান্তি পাব না। তাই বলে প্যারাসুট নিয়ে ইয়াহু।🤣
৩য়: নেইমার: ভাই আমার ফ্যানদের ভালো কিছু উপহার না দিয়ে যেতে পারবো না। তাড়াহুড়া করে দিলো লাফ!বাকি আছে একটা প্যারাসুট।🤣
৪র্থঃ মেসি: স্কুল ছাত্রকে বলল : তুমি যাও। আমি মরে গেলে আমার ভক্তরা আমাকে গর্বের সাথে স্মরণ করবে। তখন স্কুল ছাত্র বলল তার কোনো প্রয়োজন নেই বস ২টো প্যারাসুট ই আছে। নেইমার! হালায় তাড়াহুড়া করে আমার স্কুল ব্যাগ নিয়ে লাফ মারছে……..!
বাংলা ফানি কমেন্ট মজার লেখা কমেন্ট
৪৭। সাংবাদিকদের কি আর দোষ দিবো,বড় দোষ ত করছি আমি, ফেইসবুক একাউন্ট খুলে।
fb comment মজার লেখা কমেন্ট
৪৮। গাঞ্জা নিয়ে ধরা খাওয়ার নিউজ পোস্টে এক রসিক লোকের কমন্ট: “গাজাপুলি পিঠার প্রধান কাঁচামাল এভাবে তাহাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ঠিক হয়নি।। সমাজের গাজাপুলি পিঠা বঞ্চিত মানুষগুলোর জন্যই তাহাদের এতো আয়োজন”।
😃 বন্ধুর ছবিতে মজার কমেন্ট😁
আমি কাউকে বুদ্বি দেই না। একজনকে দিয়েছিলাম, সে এখন ভিক্ষা করে খায়।😛
funny bangla comment text
পত্রিকায় একটা সংকটের কথা বলে নিউজ হয়। একজন এসে কমেন্ট করল। “একটু অপেক্ষা করুন বাংলাদেশের ইউটিউব ফেসবুক বিজ্ঞানীরা শীঘ্রই এর সঠিক সমাধান বের করবে”। 😀
আরোও পড়ুন: দ্বিতীয় পার্ট 53 funny comment bangla মজার লেখা কমেন্ট এখানে আরও মজাদার কমেন্ট পড়ুন ।
😃বন্ধুর ছবিতে মজার কমেন্ট
‘টাকা-পয়সা গেছে সেটা বড় কথা না, ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলো।’
এটা হচ্ছে মানিব্যাগ হারানোর পর পোলাপানের সবচেয়ে বড় চাপা।
প্রিয় রসিক বন্ধু আশা করি আজকের funny facebook comments/ facebook funny comment bangla
বাংলা ফানি কমেন্ট পোস্টটি পড়ে মজা পেয়েছেন।
—আমার ইশতিহার।
Related
RECENT POST
সেরা ফানি পোস্ট fb funny post bangla হাসির পোস্ট
bio data for marriage বিয়ের বায়োডাটা কিভাবে লিখতে হয়!
New 50 facebook funny comment bangla বাংলা ফানি কমেন্ট
বই ও বউয়ের সংসারে ফিরিয়ে দাও মাহমুদ জাফর-কে (নিখোঁজ বিজ্ঞপ্তি)
al haiatul ulya আল হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইট তথ্য ও নিবন্ধন।
What is ibs আইবিএস কি? আই বি এস কেন হয়? কুরআনী চিকিৎসায় আইবিএস থেকে মুক্তির উপায়
জুমার খুতবা বাংলা ভাষায় দেওয়া কি জায়েয? ‘মাতৃভাষায় জুমার খুতবা’।
funny comment bangla মজার লেখা কমেন্ট (৫৩টি ফানি কমেন্ট) হেসে পেট ব্যথা
dua kunut in bangla (dua kunut bangla uccharon)
দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ— দোয়ায়ে কুনুত
RELAED POST
সর্বদা সুস্থ ও ফিট থাকার উপায়। জেনে নিন রোগমুক্ত থাকার ২৫ উপায়– আমার ইশতিহার
সংক্ষিপ্ত আকারে রাসূল (সাঃ) এর মাদানী জীবন।
ফতোয়া প্রদান করে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কিনা?
জেনে নিন তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম!
মাহমুদ হাসান দেওবন্দী,আশ্রাফ আলী থানভী, মুফতী শফী, রশিদ আহমদ গাঙ্গুহী, শাহ ওয়ালি উল্লাহ রহ: এর জীবনী।
রোজার নিয়ত বাংলা, নিয়তের মাসআলা, নিয়ত ছাড়া কি রোজা হবে?
শাফী মাযহাবের প্রবক্তা ইমাম শাফিঈর জীবনী
সত্তরটি ওয়াজ ও বয়ানের বই, বিষয় ভিত্তিক ওয়াজের বই এবং জুমার বয়ানের কিতাবের তালিকা।
সেরা ফানি পোস্ট fb funny post bangla হাসির পোস্ট
তাহাজ্জুদ নামাজের নিয়ত
আল হাইয়াতুল উলয়ার ফলাফল ২০২২
হানাফি মাযহাবের উপদেষ্টা ইমাম আবু ইউসুফের জীবনী
হানাফি মাযহাবের মুখপাত্র ইমাম মুহাম্মদের জীবনী
হাম্বলী মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ ইবনে হাম্বল রহ: এর জীবনী।
জেনে নিন ফতোয়া লেখার নিয়ম, কিভাবে ফতোয়া লিখতে হয়!
প্রখ্যাত হাদীস বিশারদ ইমাম মালেকের জীবনী, Amarishtihar
শরহে বেকায়া জামাতের কিতাব সমূহ
জালালাইন জামাতের কিতাবসমূহ
মিশকাত জামাতের কিতাবসমূহের পরিচিতি
দাওরায়ে হাদীসের কিতাব সমূহ
ইমাম আবু হানিফা রহ: এর জীবনী
মুসলিম বিশ্বের রত্ন মুফতি তাকী উসমানী দা.বা এর কর্মময় জীবন।
বাংলাদেশের কওমী মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস, উবায়দুর রহমান খান নদভী
লোভে পাপ পাপে মৃত্যু, শিক্ষণীয় গল্প- আমার ইশতিহার
এক চোগলখোরি নারীর পরিণতি, গল্প থেকে শিক্ষা। আমার ইশতিহার
জাকাত দেওয়ার নিয়ম, জেনে নিন যাকাতের মাসআলা সমূহ!
হাইয়াতুল উলয়ার পরীক্ষার রুটিন ২০২২
কুতুবে সিত্তাহ বা ছয়খানা প্রসিদ্ধ হাদীসের কিতাবের পরিচিতি
বাংলাদেশের প্রসিদ্ধ কওমি মাদ্রাসাসমূহের তালিকা
রোযা ভঙ্গের কারণসমূহ, জেনে নিন যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং যেসব কারণে রোযা নষ্ট হয় না।
মাকরূহ কি? জেনে নিন যেসব কারণে রোজা মাকরূহ হয় -amarishtihar
ইফতারের দোয়া, ইফতার করানোর ফজিলত, ইফতারের মাসআলা মাসায়িলসমূহ জেনে নিন!
রমজানের ফজিলত, সহীহ হাদীসের আলোকে রোজার ফজিলত দলিলসহ জেনে নিন।
প্রিয় নবীজীর কাছে চিঠি, আশেকে রাসূলের আবেগমাখা চিঠি।
কবীরা গোনাহগুলো কি কি? দেখে নিন কবিরা গুনাহের তালিকা!
হাইআতুল উলয়ার সনদ উত্তোলনের নিয়মাবলি, আল হাইয়াতুল উলইয়ার অফিস ঠিকানা।
Personal privacy ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে শরীয়তের গুরুত্ব
সহীহ হাদীসের আলোকে ইসরা ও মেরাজের বিস্তারিত ঘটনা
কি খেলে যৌনশক্তি বৃদ্ধি হয়? যৌনশক্তি বাড়ানোর খাবার তালিকা— আমার ইশতিহার
গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানার ঘরোয়া উপায়, গর্ভপরীক্ষা করার নিয়ম।
স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। স্বামীর ভালোবাসা পাওয়ার ২৫ উপায়।
কীভাবে ভালো লেখক হওয়া যায়? লেখক হওয়ার সহজ দশ উপায়। লেখালেখি শেখার গোপন কৌশল!
স্ত্রী সহবাসের উপকারিতা বা যৌনমিলনের উপকারিতাসমূহ কী কী? জেনে অবাক হবেন!
আমার ইশতিহারের ধারাবাহিক কার্যক্রম অতিশিঘ্রই শুরু হবে।