কুতুবে সিত্তাহ বা ছয়খানা প্রসিদ্ধ হাদীসের কিতাবের পরিচিতি

প্রিয় জ্ঞানপিপাসু পাঠক! আজকের পোস্ট থেকে আপনি জানতে পারবেন- কুতুবে সিত্তাহ, সিহাহ সিত্তাহের কিতাব সম্পর্কে। যাকে সহজ বাংলায় বলে— হাদীসের প্রসিদ্ধ ছয়টি কিতাব সম্পর্কে। যেগুলোর হাদীস প্রায় শতভাগ সহীহ। আপনি যদি বিশুদ্ধ হাদীস ভাণ্ডার পেতে চান তাহলে আপনাকে উক্ত ‘কুতুবে সিত্তাহ বা ছয়খানা প্রসিদ্ধ হাদীসের কিতাবের দারস্হ হতে হবে। তাহলে আসুন জেনে নেয়া যাক।

১। বুখারী শরীফ
বুখারী শরীফের পরিচিতি: বুখারী শরীফের পূর্ণ নাম—
الجامع المسند الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وايامه
(আল জামিউল মুসনাদুস সহীহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়্যামিহি)।
সংক্ষেপে সহীহ বুখারী বলা হয়।

বুখারী শরীফের লেখকের নাম: ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (রহ:)।
ইমাম বুখারীর জন্ম তারিখ: ১৩ শাওoয়াল, শুক্রবার, ১৯৪ হিজরী।

ইমাম বুখারীর মৃত্যু তারিখ : ১ শাওয়াল ২৫৬ হিজরী, জীবনকাল : ৬২ বছর।

ইমাম বুখারীর উস্তাদ: আব্দুল্লাহ ইবনে ইয়াযিদ আল মুক্বরী, আবু বকর আব্দুল্লাহ আল হুমাইদী (রহঃ)।

ইমাম বুখারীর ছাত্রবৃন্দ: ইমাম মুসলিম, ইমাম তিরমিযি রহঃ।

ইমাম বুখারীর রচিত কিতাবের নামঃ আদাবুল মুফরাদ, আত তারিখুল কাবীর।

বুখারী শরীফের মোট হাদীস সংখ্যা: প্রায় ৭২৭৫ টি, অন্য হিসেবে বুখারীর সংখ্যা ৭৫৬৩টি, তাকরার বা পুনরাবৃত্তি ছাড়া ২৫১৩ টি।

বুখারী শরীফে কিতাব ৮১টি, পরিচ্ছেদ ৩৮৯৬ টি। বুখারী শরীফের প্রধান বৈশিষ্ট্য : তরজমাতুল বাব, সনদের বিচারে খুবই বিশুদ্ধ অর্থাৎ হাদীস সহীহ হওয়ার জন্যে যত শর্ত রয়েছে উক্ত কিতাবে সেগুলোর সব যথাযথ রয়েছে।

বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ বা বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্হসমুহ:
১. فتح الباري (ফাতহুল বারী) ইবনে হাজার আসকালানী, বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ

২.عمدة القاري (উমদাতুল কারী) বদর উদ্দীন আইনী, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ

৩ . ارشاد الباري (ইরশাদুল বারী) শায়খ আহমদ বিন মোহাম্মদ, বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ।

৪ الكوكب الدراري (আল কাওকাবুদ দুরারী) মুহাম্মদ বিন ইউসুফ কিরমানী, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ।

৫. فيض الباري (ফয়জুল বারী) আনোয়ার শাহ কাশমেরী, বুখারী শরীফের একটি প্রসিদ্ধ শরাহ।

৬. فضل الباري (ফজলুল বারী) শিব্বির আহমদ উসমানী, বুখারী শরীফের একটি প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ।

৭. نصر الباري (নাসরুল বারী) শায়খ উসমান গণী, বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ।

৮. انعام الباري (ইনআমুল বারি) তাকি উসমানী
বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ।

৯. كشف الباري (কাশফুল বারী) শায়খ সালীমুল্লাহ খান,বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ।

১০. لامع الدراري (লামিয়ুদ দুরারী) শায়খ যাকারিয়া,বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ।

১১. ارشاد الساري (ইরশাদুস সারী) কুসতুলানী। বুখারী শরীফের প্রসিদ্ধ শরাহ।

২। মুসলিম শরীফ
মুসলিম শরীফের পূর্ণ নাম:
الجامع الصحيح المختصر السنن بنقل العدل عن العدل من رسول الله صل الله عليه وسلم
(আল জামিউল সাহিহুল মুখতাসারু আস সুনানু বিনাকলিল আদাদি আনিল আদলি নিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। সংক্ষেপে সহীহ মুসলিম বলা হয়।

মুসলিম শরীফের সংকলক / মুসলীম শরীফের মুসান্নিফের নাম: ইমাম আবুল হুসাইন আসাকিরুদ্দীন মুসলিম ইবনুল হাজ্জাজ রহঃ।

ইমাম মুসলিমের জন্ম তারিখ: ২০৪ বা ২০৬ হিজরী ইমাম মুসলিমের মৃত্যু তারিখ : ২৫ রজব ২৬১ হিজরী, জীবনকাল : ৫৫/৫৭ বছর।

ইমাম মুসলিমের উস্তাদবৃন্দ: ইমাম আহমদ ইব্‌নে হাম্বল, ইমাম বুখারী (রহ .)।

ইমাম মুসলিমের ছাত্রবৃন্দ: ইমাম তিরমিযী, ইমাম আবু বকর ইবনে খুজাইমা(রহঃ)।

ইমাম মুসলিমের রচিত কিতাব: আল মুসনাদুল কাবীর, আল আসমা ওয়াল কুনা।

মুসলিম শরীফের মোট হাদীস সংখ্যা: প্রায়১২০০০ টি, অন্যহিসেবে মুসলিম শরীফে হাদীসের সংখ্যা ৭৪৫৩টি, মুসলিম শরীফে তাকরার বা পুনরাবৃত্তি ছাড়া হাদীস সংখ্যা প্রায় ৩০৩৩ টি। কিতাব : ৫৪ , মুসলিমের অধ্যায় : ১০৩৪ টি।

মুসলিম শরীফের প্রধান বৈশিষ্ট্য : মুকাদ্দমা ও চমৎকার বিন্যাস।

মুসলিম শরীফের প্রসিদ্ধ শরাহ বা মুসলিম শরীফের প্রসিদ্ধ ব্যখ্যাগ্রন্থ:
১. المنهاج ইমাম নববী ২. الإبهاج শায়খ আহমাদ বিন মোহাম্মাদ ৩. فتح الملهم (ফাতহুল মুলহিম) আল্লামা শিব্বীর আহমদ উসমানী ৪. تكملة فتح الملهم আল্লামা তাকী উসমানী ৫. الحل المفهم রশীদ আহমদ গাঙ্গুহী রহ:।

৩। তিরমিযী শরীফ
তিরমিজি শরীফের প্রকৃত নাম:
المسند الصحيح المختصر من السنن بنقل العدل عن العدل من رسول الله صلى الله عليه وسلم.
সংক্ষেপে: جامع الترمذي /سنن الترمذي (জামিউত তিরমিজি বা সুনান আত তিরিমিযি) বলা হয়।
তিরমিজি শরীফের সংকলক: ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাহ।
ইমাম তিরমিজির জন্ম: ২০৯ হিজরী,
ইমাম তিরমিজির মৃত্যু: ১৩ রজব, সোমবার, ২৭৯ হিজরী, জীবনকাল ৭০ বছর

ইমাম তিরমিজির উস্তাদ: কুতাইবা ইবনে সাঈদ, ইমাম বুখারী।
ইমাম তিরমিজির ছাত্র: আবুল আব্বাস, মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মাহবুব মারওয়াযী মাহমুদ ইবনে মাহমুদ (রহ.)।

ইমাম তিরমিজির রচনা: আল ইলাল, আশ শামায়েল।

তিরমিজি শরীফের মোট হাদীস সংখ্যা : ৩৯৬৫টি, অন্য হিসেবে তিরমিজি শরীফের হাদীস সংখ্যা ৩৯৫৬টি, আল্লামা আহমদ শাকেরের মতে-২৯৮৩টি, তিরমিজি শরীফের মধ্যে কিতাব: ১৫১টি, বাব: ১৯৮৫টি।

তিরমিজি শরীফের প্রধান বৈশিষ্ট্য: প্রতিটি হাদীসের সাথে ফিক্বহী আলোচনা, সংযুক্ত মুকাদ্দমা ও কিতাবুল ইলাল।

তিরমিজি শরীফের প্রসিদ্ধ শরাহ সমূহ ১. عارضة الأحوذي আবু বকর বীন আরাবী, ২ تكملة شرح ابن سيد الناس যায়নুদ্দীন ইরাকী ৩, العرف الشدي علي جامع الترمذي ওমর বীন রিসলান বালকীনী, ৪. قوة المغتد علي جامع الترمذي জালালুদ্দিন সুয়ুতী রহ: ৫. معارف السنن (মাআরিফুস সুনান) আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী, ৬. درس ترمذي (দরসে তিরমিযি) আল্লামা তাকি উসমানী রহ: ৭. আউনুত তিরমিযি— আবু সাবের আব্দুল্লাহ।

৪। আবু দাউদ শরীফ
আবু দাউদ শরীফের প্রকৃত নাম: السنن (আস সুনান) সুনানে আবু দাউদ।

আবু দাউদ শরীফের সংকলক: ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআছ (রহ.)।

ইমাম আবু দাউদের জন্ম: ২০২ হিজরী।
ইমাম আবু দাউদের মৃত্যু: ১৬ই শাওয়াল, শুক্রবার, ২৭৫ হিজরী, জীবনকাল : ৭৩ বছর।

ইমাম আবু দাউদের উস্তাদ: কুতাইবা ইবনে সাঈদ, আহমদ ইবনে হাম্বল (রহ.)।

ইমাম আবু দাউদের ছাত্র: ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ (রহ.)।

ইমাম আবু দাউদের রচনা: মারাসীল, আন নাসেখ ওয়াল মানসুখ।

আবু দাউদ শরীফের মোট মোট হাদীস সংখ্যা: ৪৮০০ টি, অন্যমতে আবু দাউদ শরীফের হাদিস সংখ্যা ৫২৭৪টি, কিতাব: ৮, বাব: ৮০৭,

আবু দাউদের প্রধান বৈশিষ্ট্য: (قال ابو داؤد) ক্বলা আবু দাউদ।

আবু দাউদের প্রসিদ্ধ শরাহসমূহ: ১. عون العبود (আউনুল মাবুদ) আবু তায়্যিব শামসুল হক, ২. بذل الجهد (বজলুল জুহুদ) খলীল আহমাদ সাহারানপুরী, ৩. فتح الودود আবুল হাসান মুহাম্মদ বিন আব্দুল হাদী, ৪. الدر المنصور (আদ্দুররুল মানসুর) শায়খ মুহাম্মদ আকিল, ৫. معالم ابسنن ইমাম খাত্তাবী রহ:

৫। নাসাঈ শরীফ
নাসাই শরীফের মূল নাম : السنن (আস সুনান) সুনানে নাসাই।
নাসাঈ শরীফের সংকলক: আবু আব্দুর রহমান আহমাদ ইবনে শোয়াইব ইবনে আলী ইবনে সিনান আন নাসাঈ।

ইমাম নাসাঈর মৃত্যু: ১৩ সফর, সোমবার, ৩০৩ হিজরী, জীবনকাল: ৮৮ বছর

ইমাম নাসাঈর উস্তাদ: ইমাম আবু দাউদ, ইসহাক ইবনে রাহওয়াই (রহ.)

ইমাম নাসাঈর শাগরেদ: আলী ইবনে জাফর আত ত্বহাভী, ইমাম সুয়ুতী (রহ.)

ইমাম নাসাঈর রচনা: মুসনাদে আলী, সুনানে কুবরা।

নাসাঈ শরীফের মোট হাদিস সংখ্যা: ৫৭৬১টি, অন্য হিসেবে নাসাই শরীফের হাদিস সংখ্যা ৫৭৫৮টি, কিতাব: ২৫, বাব: ১৫০,

নাসাঈ শরীফের প্রধান বৈশিষ্ট্য: বিভিন্ন শিরোনামে একই রেওয়াতের তাকরার বা পুনরাবৃত্তি।

নাসাঈ শরীফের প্রসিদ্ধ শরাহসমূহ ১. زهر الربي علي المجتبي শায়খ জালালুদ্দীন সুয়ুতী, ২, التعليق السلفية আতাউল্লাহ বুখারী ৩. زوائد النسائي ইবনুল মুলকিন।

৬। ইবনে মাজাহ শরীফ
ইবনে মাজাহ‘র প্রকৃত নাম: السنن (আস সুনান) সুনানে ইবনে মাজাহ।
ইবনে মাজাহ শরীফের সংকলকের নাম: আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে মাজাহ।

ইমাম ইবনে মাজার জন্ম: ২০৯ হিজরী,
ইমাম ইবনে মাজার মৃত্যু ২৭৩ হিজরী, ইমাম ইবনে মাজাহ এর জীবনকাল ৬৪ বছর।

ইমাম ইবনে মাজাহ-এর উস্তাদ: আবু মুসয়াব আহমদ ইবনে আবু বকর যুহরী, আম্মার ইবনে খালেদ রহ:।
ইমাম ইবনে মাজাহ‘র ছাত্রবৃন্দ: জাফর ইবনে ইদ্রিস, আলী ইবনে সাঈদ ইবনে আব্দুল্লাহ আসকারী রহ:।
ইমাম ইবনে মাজাহ এর রচিত কিতাব: আত তাফসীর, আত তারীখ।
ইবনে মাজার মোট হাদীস সংখ্যা: ৪৩৪১টি, কিতাব ৩৭, বাব ১৩৫৫,
ইবনে মাজাহ এর প্রধান বৈশিষ্ট— মুকাদ্দামা, ইবনে মাজাতে হাদীসের তাকরার বা পুনরাবৃত্তি নেই।

ইবনে মাজাহ এর প্রসিদ্ধ শরাহসমূহ:
১. شرح علاءالدين مغلطاءي আলাউদ্দি মুগলতায়ী, ২. مصباح الرجاجة শায়খ জালালুদ্দিন সুয়ূতী রহ: شرح سنن ابن ماجة আবুল হাসান সিন্ধী।

সুপ্রিয় পাঠক আমরা জানতে পারলাম—
• বুখারী শরীফের পরিচিতি, ইমাম বুখারীর নাম, ইমাম বুখারীর জীবনী, বুখারী শরীফের হাদিস সংখ্যা, বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ।
• মুসলিম শরীফের পরিচিতি, ইমাম মুসলিমের নাম, ইমাম মুসলিমের জীবনী, মুসলিম শরীফের হাদিস সংখ্যা, মুসলিম শরীফের শরাহ।
• তিরমিজি শরীফের পরিচিতি, ইমাম তিরমিজির জীবনী, তিরমিজি শরীফের হাদীস সংখ্যা, তিরমিযির প্রসিদ্ধ শরাহ।
• নাসাঈ শরীফের পরিচিতি, ইমামা নাসাইর জীবনী, নাসাঈ শরীফের হাদিস সংখ্যা, নাসাঈ শরীফের শরাহ।
• আবু দাউদ শরীফের পরিচিতি, ইমাম আবু দাউদের জীবনী, আবু দাউদ শরীফের হাদিস সংখ্যা, আবু দাউদের শরাহ।
• ইবনে মাজার পরিচিতি, ইমাম ইবনে মাজার জীবনী, ইবনে মাজাহের হাদিস সংখ্যা, ইবনে মাজার শরাহসমূহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *