dua kunut in bangla (dua kunut bangla uccharon)

প্রিয় পাঠক বন্ধু, আজ আমরা বাংলা দুয়া কুনুত dua kunut in bangla শিখব। এশার নামাজ আদায় করার পর তিন রাকাত নামাজ পড়তে হয় যেটাকে আমরা সালাতুল বিতির বলি। সে নামাজে দুআ এ কুনূত পড়তে হয়। কিন্তু আমরা সবাই dua kunut পারি না। সেজন্য আজকের আর্টিকেল dua kunut bangla উচ্চারণ সম্পর্কে। তাহলে চলুন প্রথমে দুয়া কুনুতের আরবিটা দেখে নেই। তারপর বাংলা উচ্চারণ দেখব। তারপর অর্থ জানব।

   dua kunut in arabic 

اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكٌَلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرِ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ

اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَي عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقْ

Dua kunot in bangla (dua qunut bangla uccharon)
দোয়া কুনুতের বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্না নাস্তায়িনুকা, ওয়া নাস্তাগ ফিরুকা, ওয়া নু মিনু বিকা, ওয়া নাতা ওয়াক্কালু আলাইকা, ওয়ানুছনি আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাঊ, ওয়া নাতরুকু, মাই ইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু, ওয়ালাকা নুসাল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাসআ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফফারী মুলহিক।

dua kunut bangla meaning
দুয়ায়ে কুনুত এর বাংলা অর্থ

হে আল্লাহ তায়ালা, আমরা আপনার নিকট সাহায্য ভিক্ষা করিতেছি, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, আপনার উপর বিশ্বাস রাখছি, আপনার উপর ভরসা করছি,তোমার উত্তম প্রশংসা করতেছি, (চিরকাল) তোমার কৃতজ্ঞতা প্রকাশ করিব, কখনো তোমার অকৃতজ্ঞ (বা কুফরি করিব না), তোমার নাফরমানি (অবাধ্যতা) যাহরা করে (তাহাদের সহিত আমরা কোনো সম্পর্ক রাখিব না) তাহাদের আমরা পরিত্যাগ করিয়া চলিব।

হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদাত করিব ( অন্য কাহারো ইবাদাত করিব না) একমাত্র তোমার জন্য নামাজ পড়িব, একমাত্র তোমাকেই সিজদা করিব (তুমি ছাড়া দ্বিতীয় কারো জন্যে নামাজ পড়িব না এবং সিজদাও করিব না)। একমাত্র তোমার আদেশ মান্য করিব ও তাবেদারীর জন্যে সর্বদা (দৃঢ় মনে) প্রস্তুত রয়েছি। আমরা সর্বদা তোমার রহমত আশা করি এবং তোমার শাস্তিকে ভয় করি। যদিও তোমার ( চিরস্থায়ী) শাস্তি অবাধ্যদের জন্যে অবধারিত।

dua kunut porar niom
দুয়ায়ে কুনুত পড়ার নিয়ম:
বিতিরের নামাজের ৩য় রাকাতে কেরাত পাঠ করার পর তাকবির (আল্লাহু আকবার) বলে দুই হাত কান পর্যন্ত উঠিয়ে পুনরায় হাত বেঁধে দুয়ায়ে কুনুত পড়তে হয় অতপর রুকু করতে হয়।

dau Kunut in bangla
‘দোয়া কুনুত’ অর্থ কি?

উত্তরঃ দোয়ায়ে কুনুত অর্থ হল ‘আনুগত্যের প্রার্থনা’। দোয়া কুনুতের অর্থের প্রতি লক্ষ্য করলে আপনি বিষয়টি সহজে বুঝতে পারবেন। অত্যন্ত কাকুতি মিনতি করে আল্লাহর সাহায্য ও তাঁর ক্ষমা চাওয়া হয় এবং আনুগত্য স্বীকার করা হয়।

প্রশ্নঃ দোয়া কুনুত ছাড়া বিতর নামাজ পড়ার নিয়ম কি?

উত্তরঃ প্রচলিত দোয়ায়ে কুনুত ছাড়াও বিতর নামাজ পড়া যায়। আমরা যারা উপরোক্ত দোয়ায়ে কুনুতটি মুখস্থ পারি না, আমরা চাইলে দোয়ায়ে কুনুত এর পরিবর্তে অন্য কোনো দোয়া পড়তে পারি। যেমনঃ

رَبٌَنَا آتِنَا فِدٌُنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وٌَقِنَا عَذَابَ النٌَارِ ،
বাংলা উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার।

অনুবাদ : হে আমাদের রব! আমাদের দুনিয়ার কল্যাণ দাও এবং আখেরাতের কল্যাণ দাও এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। (সূরা বাকারা, আয়াত- ২০১)।

                                   অথবা

رَبٌَنَا ظَلَمْنَا اَنْفُسَنَا وَاِنْ لَمْ تَغْفِرْلَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنٌَ مِنَ الْخَاسِرِيْنَ
বাংলা উচ্চারণঃ রাব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা, লানা কূনান্না মিনাল খাসিরীন।

অনুবাদঃ হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের উপর রহম না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো, (সূরা আরাফ, আয়াত ২৩)

অথবা কুরআন হাদীস থেকে যে দুয়া মুখস্থ পারেন তা-ই পড়ে নিবেন তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে এবং নামাজ হয়ে যাবে। তবে হাদীসে বর্ণিত দোয়া কুনুত পড়াটাই উত্তম। সেজন্য আজই দুয়াটি শিখে নিন।

পাঠক আশা করি দোয়ায়ে কুনুত বাংলায় dua kunut in bangla শিখতে পেরেছেন। মুখস্থ না থাকলে এখনি dua kunut bangla শিখে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *