al haiatul ulya আল হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইট তথ্য ও নিবন্ধন।

প্রিয় পাঠক,  আশা করি আল্লাহর কৃপায় ভালো আছেন। আজ আপনি আমার ইশতিহার সাইটের অত্র পোস্ট থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। আপনি যদি কওমি মাদ্রাসার একজন ছাত্র বা একজন উস্তাদ বা দায়িত্বশীল অথবা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে এসব তথ্য আপনার কাজে আসবে। বিশেষ করে আজকের এই আর্টিকেল থেকে আপনি আল হাইয়াতুল উলইয়ার ওয়বেসাইট লিংক পাবেন এবং আল হাইয়াতুল উলইয়ার নিবন্ধন লিংক পাবেন।

al haiatul ulya lil jamiatil qawmia bangladesh website information and registration system আল হাইয়াতুল উলইয়ার ওয়বেসাইট তথ্য ও নিবন্ধন নিয়ম।

১) প্রশ্নঃ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া কি?
উত্তরঃ এটি হচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসাসমূহের সরকার স্বীকৃত একটি বোর্ড।

২) প্রশ্নঃ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ কওমি মাদ্রাসার জাতীয় শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া ১৪৩৮ হিজরি, ১৪২৩ বাংলা, ১১/৪/২০১৭ ইং সনে প্রতিষ্ঠিত হয়।

৩) প্রশ্নঃ স্বীকৃতি অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরঃ প্রধান মন্ত্রীর কার্যালয় (গণভবন) ঢাকা।

৪) প্রশ্নঃ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে কওমি স্বীকৃতি অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? 
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমীরে হেফাজত ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, জাতীয় দ্বীনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দিন মাসঊদ, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি আল্লামা আশরাফ আলী,আল্লামা আব্দুল কুদ্দুস ফরিদাবাদী আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা আব্দুল হামিদ বোখারী, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন, ধর্মমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৫) প্রশ্নঃ কওমি স্বীকৃতির প্রজ্ঞাপন কখন জারি হয়?
উত্তরঃ ১৩ এপ্রিল ২০১৭ তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব আব্দুস সাত্তার মিয়া এ মর্মে একটি প্রজ্ঞাপন করেন।

৬) প্রশ্নঃ কওমি মাদ্রাসার ‘দাওরায়ে হাদীস’ বিভাগের মান কি?
উত্তরঃ কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে আল হাইয়াতুল উলিয়ার অধীনে (Islamic Studies anc Arabic) ইসলামিক ষ্টাডিজ ও আরবি সমমান প্রদান করা হয়।

৭) প্রশ্নঃ আল হাইয়াতুল উলইয়ার প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে?  উত্তরঃ বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশের শীর্ষ আলেমগণ প্রতিষ্ঠা করেন।

৮) প্রশ্নঃ জাতীয় সংসদে আল হাইয়াতুল উলিয়ার অধীনে দাওরায়ে হাদিসের সনদকে মাষ্টার্স ডিগ্রি এর সমমান প্রদানের বিল কখন করা হয়?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর ২০১৮ ইং।

৯) প্রশ্নঃ উপরোক্ত বিল কখন পাশ হয়?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর ২০১৮ ইং জাতীয় সংসদে এ বিল পাশ হয়।

১০) প্রশ্নঃ রাষ্ট্রপতির সম্মতি লাভ ও গেজেট কখন প্রকাশ হয়?
উত্তরঃ ৮ অক্টোবর ২০১৮ ইং।

১১) প্রশ্নঃ হাইআতুল উলয়ার বর্তমান সভাপতি কে? উত্তরঃ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী, আমীর: মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশ।

১২) প্রশ্নঃ আল হাইয়াতুল উলিয়ার অধীনে কতটি বোর্ড রয়েছে? উত্তরঃ ছয়টি।যথাক্রমেঃ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ।
বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশ।
আজাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ।
তানজিমুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ। জাতীয় দিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ।

১৩) প্রশ্নঃ কোন শর্তের উপর ভিত্তি করে কওমি মাদরাসা বা আল হাইয়াতুল উলইয়া সরকারি স্বীকৃতি গ্রহণ করেছে?
উত্তরঃ কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিকে ভিত্তি করে সরকারি স্বীকৃতি গ্রহণ করেছে।

১৪) প্রশ্নঃ al haiatul ulya lil jamiatil qawmia bangladesh এর অধীনে মোট কতবার দাওরায়ে হাদিস (তাকমিল)পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ এ পর্যন্ত ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত মোট ৬ বার দাওরায়ে হাদিস পরীক্ষা al haiatul ulya এর অধীনে অনুষ্ঠিত হয়েছে।

১৫) প্রশ্নঃ হাইয়াতুল উলইয়ার অফিস কোথায়?
উত্তরঃ ৮০/ই হাসিব টাওয়ার, বিবির বাগিচা, ১নং গেইট, উত্তর যাত্রাবাড়ী ঢাকা ১২০৪। যাত্রাবাড়ী মোড় থেকে ডেমরা রোডে ঢুকে একশো গজ সামনে এগিয়ে হাতের ডানে একটি গেইটে  বিবির বাগিচা ১নং গেইট লেখা আছে। এ গেইট দিয়ে প্রবেশ করে সম্মুখ দিকে একটু অগ্রসর হলেই দেখা মিলবে হাসিব টাওয়ার বা আল হাইয়াতুল উলইয়ার অফিস – কার্যালয়।

১৬) প্রশ্নঃ হাইয়াতুল উলিয়ার অফিসিয়াল ভাষা কি? উত্তরঃ আরবি বাংলা।

১৭) প্রশ্নঃ আল হাইআতুল উলিয়ার ওয়েবসাইট কত সালে লঞ্চ হয়?
উত্তরঃ ২০১৮ ইং সনে।

১৮) প্রশ্নঃ আল হাইয়াতুল উলইয়ার নিবন্ধন কিভাবে করতে হবে?
উত্তরঃ তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে সর্বমহলে। সেই সুবাদে তথ্যপ্রযুক্তির সুফল ইতিমধ্যে দেশের কওমি মাদ্রাসা- সমূহও ভোগ করছে। এখন মাদ্রাসার অফিসে বসেই অনলাইনে আল হাইয়াতুল উলিয়ার সকল কার্যক্রম আঞ্জাম দেওয়া সম্ভব। আল হাইয়াতুল উলিয়ার নিবন্ধন লিংক আমি নিচে দিয়ে দেব। লিংকে  প্রবেশ করে দেখতে পাবেন দুটি বাটন।

ক) অনলাইনে মাদরাসার নাম দাখিল (যে সকল মাদরাসা এ বছর প্রথম দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের মাদরাসার নাম দাখিলের জন্যে নিচের বাটনটি চাপুন)।
খ) লগইন (ইউজার নেইম ও পাসওয়ার্ড দিন) প্রবেশ করুন।

অনলাইনে হাইয়াতুল উলইয়া পরীক্ষার নিবন্ধন করার জন্যে আপনাকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনার প্রতিষ্ঠান যদি ইতিমধ্যে নিবন্ধিত না হয়ে থাকে তাহলে প্রথম অপশনে (অনলাইনে মাদরাসার নাম দাখিল) ক্লিক করে  আপনাকে একটি ফরম ফিলাপ করে নিবন্ধনের জন্যে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ হলে আপনাকে তারা একটি ড্যাশবোর্ড বা একাউন্ট দেবে এবং সেই একাউন্টে প্রবেশের জন্যে একটা ইউজার ও পাসওয়ার্ড পাঠিয়ে দিবে (যদি ইউজার ও পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে আপনার মারকায মাদ্রাসার প্রশিক্ষকের সাথে যোগাযোগ করুন)।

তারপর আপনি লগইন এ ক্লিক করে  ইউজার ও পাসওয়ার্ড সাবমিট করুন। অতপর প্রবেশ করুন এ ক্লিক করুন। এবার আপনার প্রতিষ্ঠানের ফোনে একটি ওটিপি আসবে। সেই কোড নাম্বারটা বসিয়ে যাচাই করুন এ ক্লিক করলেই আপনার একাউন্ট বা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এবার  আপনার প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিবন্ধন করতে পারবেন। এছাড়াও আল হাইআতুল উলয়ার ওয়েবসাইটে নিবন্ধন করে মারকায ও নেগরানের আবেদন করতে পারবেন। পেমেন্ট করতে পারবেন।

al haiatul ulya website
আল হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইট লিংক https://alhaiatululya.com
এখানে ক্লিক করলে আপনি তাদের হোম পেইজে চলে যাবেন। সেখানে আপনি তাদের প্রতিটি পোস্ট, এলান, বিজ্ঞপ্তি ইত্যাদি দেখতে পাবেন। উপরে ত্রিডট আইকনে ক্লিক করলে বিভিন্ন অপশন পাবেন। বিশেষ করে হাইয়াতুল উলিয়া রেজাল্ট দেখতে পারবেন ২০১৭ ইং থেকে ২০২২ ইং পর্যন্ত।

ওয়েবসাইটটির একটি বিশেষ সুবিধা হলো— সাইটটিতে বাংলার পাশাপাশি আরবি এবং ইংরেজি ভার্সনও রয়েছে।

আপনি যদি আল হাইয়াতুল উলইয়ার নিবন্ধন করতে চান তাহলে এই লিংকে ঢুকে উপরে বর্ণিত পদ্বতিতে ফরমটি ফিলাপ করুন। হাইয়াতুল উলয়ার নিবন্ধন করুন।

দেখে নিন দাওরায়ে হাদিসের কিতাবের তালিকা ও পরিচিতি।

al haiatul ulya result হাইয়াতুল উলিয়া রেজাল্ট কিভাবে দেখবেন (দাওরায়ে হাদীসের ফলাফল)।

দাওরায়ে হাদিসের সার্টিফিকেট বা সনদ উত্তোলনের নিয়মাবলি।

বাংলাদেশের সেরা কিছু কওমি মাদ্রাসার তালিকা।

কওমি মাদরাসার সিলেবাস ও কওমি মাদরাসার ক্লাসে নাম।

বাংলাদেশ কওমি মাদ্রাসার ইতিহাস জেনে নিন

১৯) একনজরে আল হাইয়াতুল উলইয়ার রেজাল্ট (al haiatul ulya result) বাৎসরিক রিপোর্ট।

al haiatul ulya result 2017
২০১৭ সালে আল হাইয়াতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা ছিল  ১৯৩৯৩ জন। গড় পাসের হার ৮২.৮৫%। ছাত্রদের পাসের হার  ৮৩.৯২% আর ছাত্রীদের পাসের হার ৭৮.৯৩%।

al haiatul ulya result 2018
২০১৮ সালে আল হাইয়াতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় ২১ হাজার। পাসের হার ৭২.৬৫। ছাত্রদের পাশের হার ৮২.১০ আর ছাত্রীদের পাশের হার ৫৭.২১।

al haiatul ulya result 2019
২০১৯ সালে আল হাইয়াতুল উলইয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা ছিল  ২৬,৭৮৮ জন। ছাত্রদের পাসের হার ৭৭. ১৮%। ছাত্রীদের পাশের হার ৬৫.২৬%।

al haiatul ulya result 2020
২০২০ সালে আল হাইয়াতুল উলইয়ার অধীনে দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা প্রায়
২২ হাজার। পরীক্ষার গড় পাসের হার ৭২.২১। ছাত্রদের পাসের হার ৮২.১০ ছাত্রীদের পাসের হার ৫৭.২১।

al haiatul ulya result 2021
২০২১ সালে আল হাইয়াতুল উলিয়ার অধীনে দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ২২৩৪২ জন। পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২    ছাত্রীদের পাসের হার ৬৩.৬৩।

al haiatul ulya result 2022
২০২২ ইং সালে আল হাইয়াতুল উলিয়ার অধীনে দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ২৫ হাজার। পরীক্ষার গড় পাশের হার  ৭৮.১৪%। al haiatul ulya সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণ করে থাকে।

২০) হাইয়াতুল উলিয়ার ফোন নাম্বার:
আপনার যদি হাইয়াতুল উলইয়ার মোবাইল নাম্বার প্রয়োজন হয় তাদের সাথে ফোনে যোগাযোগ করার জন্যে তাহলে নিচের নাম্বারে কল করুন। সকাল দশটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
01970-763178, 01700-763178

পাঠক আশা করি কওমি মাদ্রাসার জাতীয় বোর্ড আল হাইয়াতুল উলইয়ার ওয়বেসাইট লিংক এবং আল হাইয়াতুল উলইয়ার নিবন্ধন লিংক পেয়েছেন। পাশাপাশি হাইআতুল উলয়া সম্পর্কে বেশ কিছু বিষয়ে তথ্য ও পেয়েছেন। আমি আশাবাদী আপনি জানতে পেরেছেন I hope you find out al-haiatul ulya lil jamiatil qawmia bangladesh website information and registration system.

তাজুল ইসলাম মিসবাহ
সম্পাদক আমার ইশতিহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *