হাইয়াতুল উলয়ার পরীক্ষার রুটিন ২০২২

আগামী ২১ মার্চ ২০২২ ইং সোমবার থেকে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ২০১৭ সালে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীসকে মাষ্টার্স সমমান সরকারি স্বীকৃতি দেয়া হয়েছে। স্বীকৃতি পেয়েছে ১৩ হাজার ৮২৬টি দাওরায়ে হাদীস কওমি মাদ্রারাসা।

Al-haiatul Ulya Lil jamiatil Qawmia Bangladesh
আল হাইআতুল উলয়া লিল জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

جدول الإمتحان لدورة الحديث (التكميل) عام 1443هـ /١٤٢٨ بـ/٢٠٢٢ দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা-১৪৪৩ হিজরী/১৪২৮ বঙ্গাব্দ/২০২২ ঈসাব্দ

হাইআতুল উলয়ার রীক্ষার সময়সূচি:

• ২১ মার্চ সোমবার — সহীহ বুখারী সানী

• ২২ মার্চ মঙ্গলবার — সহীহ মুসলিম আওয়াল

• ২৩ মার্চ বুধবার — সহীহ বুখারী আওয়াল

• ২৪ মার্চ বৃহস্পতিবার —মুসলিম সানী

• ২৫ মার্চ শুক্রবার— জামিউত তিরমিজি সানী ও শামায়েল

• ২৬ মার্চ শনিবার—বিরতি

• ২৭ মার্চ রবিবার —জামিউত তিরমিযি আওয়াল

• ২৮ মার্চ সোমবার —সুনানে আবু দাউদ (পুরো কিতাব

• ২৯ মার্চ মঙ্গলবার —সুনানে নাসাঈ ও সুনানে ইবনে মাজাহ

• ৩০ মার্চ বুধবার —শরহে মায়ানিল আসার ও ত্বহাবী শরীফ

• ৩১ মার্চ বৃহস্পতিবার —মুয়াত্তান।

বি.দ্র.
১. ১৭ শা’বান ১৪৪৩ হিজরী মোতাবেক ২১ মার্চ ২০২২ ঈসাব্দ, সোমবার হতে পরীক্ষা আরম্ভ হবে।

২. পরীক্ষা সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.০০ (বারোটা) পর্যন্ত (৩ ঘণ্টা) চলবে। তবে ২৫ মার্চ শুক্রবার সকাল ৮.০০ (আটটা) হতে ১১.০০ (এগারোটা) পর্যন্ত চলবে।

৩. পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

৪. কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আ’লার দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে। কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে না। সনদ পাওয়ার জন্য কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত।

পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ সামাদী
(মুহাম্মাদ ইসমাইল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *