বাংলাদেশের প্রসিদ্ধ কওমি মাদ্রাসাসমূহের তালিকা, একনজরে বাংলাদেশের উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার নাম ঠিকানা।
সম্মানিত তথ্যানুসন্ধানী পাঠক! আজ আমি আপনাদেরকে দেশের সেরা কিছু কওমি মাদ্রাসার তালিকা দেব, যাদ্বারা আপনি সহজেই দেশের প্রসিদ্ধ কওমী মাদ্রাসার নাম ও ঠিকানা জেনে নিতে পারবেন। আজকের পোস্টে আলোচনা হবে বাংলাদেশের বিখ্যাত কওমি মাদ্রাসাসমূহ সম্পর্কে। বিভাগ ও জেলা ভিত্তিক বাংলাদেশের উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার পরিচিতি তুলে ধরা হল।
খুলনা বিভাগের প্রসিদ্ধ মাদ্রাসা সমূহের তালিকা :
জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম।
মাদ্রাসাটি খুলনা সিটি কর্পোরেশন মুসলমান পাড়ায় অবস্হিত। ১৯৬৭ সালে শামসুল হক ফরিদপুরী রহিমাহুল্লাহ এর অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজসেবক আবদুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন।
খুলনা বিভাগের যশোর জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকা:
জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম
নওয়াপাড়া পিরবাড়ি মাদরাসা হিসেবেও প্রসিদ্ব। যশোর জেলার নওয়াপাড়ায় অবস্হিত। ১৯৩০ সালে পীর মুহাম্মদ আলী শাহ ইরানীর পুত্র পীর খাজা আবদুল মজিদ শাহ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন।
জামিয়া এজাজিয়া দারুল উলুম যশোর
যশোর রেলষ্টেশন মাদ্রাসা নামেও প্রসিদ্ধ
মাদ্রাসাটি যশোর জংশন রেলওয়ে ষ্টেশনের আশে পাশে অবস্হিত। ১৯৫৯ সালে যশোর জেলার বিশিষ্ট দানবীর আলতাফ চৌধুরী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
চট্টগ্রাম বিভাগের প্রসিদ্ধ মাদ্রাসার তালিকা
চট্রগ্রাম বিভাগের কুমিল্লা জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকা:
জামেয়া আরাবিয়া কাসেমুল উলুম কুমিল্লা
মাদ্রাসাটি কুমিল্লা জেলার লাকসাম রোডের পাশে অবস্হিত। ১৯৫১ সালে জনাব জাফর আহমদ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
আয়েশা সিদ্দিকা রা: মহিলা মাদ্রাসা কমপ্লেক্স। মাদ্রাসাটি কুমিল্লা শহরে অবস্হিত। এটি কুমিল্লা জেলার সর্বপ্রথম মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের তালিকা:
আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসা নামে বেশ প্রসিদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ কওমি মাদ্রাসা। এটি বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্হিত। ১৮৯৬ সালে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এটিকে উম্মুল মাদারিস বা সকল মাদ্রাসার মা বলা হয়।
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা, ফটিকছড়ি। মাদরাসাটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে অবস্হিত। ১৯৫৭ সালে নানুপুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম এখান থেকেই অনলাইনে ভর্তি কার্যক্রমের সূচনা হয়।
আল জামিয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুম।
মাদরাসাটি চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার মিয়াখান নগরে অবস্হিত। ১৯৪৭ জনাব মোহাম্মদ ইসমাইল রহ: জনসাধারণের সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
জামিয়া ইসলামিয়া পটিয়া, পটিয়া মাদ্রাসা নামেও পরিচিত। চট্টগ্রাম জেলার পটিয়ায় অবস্হিত। পটিয়া মাদ্রাসা ১৯৩৮ সালে মুফতি আযিযুল হক রহ: প্রতিষ্ঠা করেন।
জামিয়া ইসলামিয়া হামিয়ুস সুন্নাহ মেখল পটিয়া। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখলে অবস্হিত। মেখল মাদ্রাসা নামেও প্রসিদ্ধ। ১৯৩১ সালে মুফতি ফয়জুল্লাহ রহঃ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া
দারুল মাআরিফ নামেও প্রসিদ্ধ।
মাদ্রাসাটি চট্টগ্রামের বদ্দারহাটের হাজীরপুলে অবস্হিত। ১৯৮৫ আল্লামা সুলতান যওক নদভী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
জামিয়া আরাবিয়া নাসিরুল ইসলাম নাজিরহাট
নাজিরহাট বড় মাদ্রাসা নামেও বেশ প্রসিদ্ধ।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে মাদ্রাসাটি অবস্হিত। ১৯১২ সুফি আজিজুর রহমান হাটহাজারীর আদলে এটি প্রতিষ্ঠা করেন।
চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকাঃ
জামিয়া ইসলামিয়া ইব্রাহিমীয়া উজানি মাদ্রাসা। মাদ্রাসাটি চাঁদপুর জেলার কচুয়ায় অবস্হিত। ১৯০১ সালে রশিদ আহমদ গাঙ্গুহী রহ: এর অন্যতম খলিফা কারী ইব্রাহিম রহ: মাদ্রাসাটি প্রতিষ্ঠিত কতেন।
চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকাঃ
জামেয়া রশীদিয়া ফেনী
ফেনী সদর উপজেলাস্হ মোটবী ইউনিয়নের কালিদাস পাহালীয়া নদীর তীরে লসকরহাটে অবস্হিত। ১৯৯৪ সালে রশিদ আহমদ লুধিয়ানভির শাগরেদ মুফতি শহিদুল্লাহ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
চট্রগ্রাম বিভাগের বিবাড়িয়া জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকা:
জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা
ব্রাম্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসা নামেও বেশ প্রসিদ্ধ। ১৯১৪ সালে আবু তাহের মুহাম্মদ ইউনুস রহ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তাঁর নামানুসারে ইউনুসিয়া মাদ্রাসা নামে নামকরণ করা হয়।
জামিয়া সিরাজিয়া দারুল উলুম জাদুঘর
জাদুঘর মাদ্রাসা নামেও পরিচিত।
এটি ব্রাম্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় অবস্হিত। ১৯৮৭ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাওলানা এমরান।
ঢাকা বিভাগের প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের তালিকা
ঢাকা বিভাগের ঢাকা জেলার মাদ্রাসা সমূহের তালিকা:
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা
রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্হিত। একটি আন্তর্জাতিক ইসলামী গবেষণামূলক প্রতিষ্ঠান। বসুন্ধরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে। প্রতিষ্ঠাতা ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহিমাহুল্লাহ।
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা। এটি ঢাকার গেন্ডারিয়া থানার ফরিবাদ এলাকায় অবস্হিত। ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে। সামসুল হক ফরিদপুরী রহ: ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার খিলক্ষেতে অবস্হিত। ২০১২ সালে মুফতি মিযানুর রহমান সাঈদ সাহেব প্রতিষ্ঠা করেন।
জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইসলামপুর
এটি পুরান ঢাকার ইসলামপুরে অবস্হিত। ১৯২০ সালে হাকীমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন।
জামিয়া মাদানিয়া বারিধারা, বারিধারা মাদরাসা নামেও প্রসিদ্ধ। এটি ঢাকা জেলার গুলশান বারিধারায় অবস্হিত। ১৯৮৮ সালে বারিধারা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আল্লামা নূরহুসাইন কাসেমী রহ: মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকা। ১৯৬৯ যাত্রাবাড়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। যাত্রাবাড়ী বড় মাদ্রাসা নামেও বেশ প্রসিদ্ধ। যাত্রাবাড়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ।
জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা।
ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর পার্শ্বে অবস্হিত। ১৯৫০ সালে লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আল্লামা শামসুল হক ফরীদপুরী রহ: এর উদ্যোগে লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা।রাহমানিয়া মাদ্রাসা নামেও বেশ প্রসিদ্ধ।
ঢাকা জেলার মোহাম্মদপুর থানায় অবস্হিত।
১৯৮৬ সালে রাহমানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। রাহমানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন শায়খুল হাদীস আল্লামা আযিযুল হক রহিমাহুল্লাহ।
জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম
বড় কাটরা মাদ্রাসা নামেও প্রসিদ্ধ। এটি পুরান ঢাকার চকবাজারের বড় কাটরায় অবস্হিত। ১৯৩১ সালেস্হানীয় দ্বিনদরদী মানুষের প্রচেষ্টায় বড় কাটরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
জামিয়া নূরিয়া ইসলামিয়া, মাদ্রাসায়ে নূরিয়া নামেও পরিচিত। এটি ঢাকা জেলার কামরাঙ্গীচরে অবস্হিত। নূরিয়া মাদ্রাসা ১৯৬৫ সালে মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেন।
জামিয়া শরইয়্যাহ মালিবাগ ঢাকা
মালিবাগ মাদ্রসা নামেও প্রসিদ্ধ।
এটি ঢাকা জেলার মতিঝিল থানার অন্তর্গত মালিবাগ এলাকায় অবস্হিত। ১৯৫৯ সালে স্হানীয় মুসল্লীর সহযোগিতায় কাজী মুতাসিম বিল্লাহের তত্বাবধানে মালিবাগ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বিখ্যাত মাদ্রাসাসমূহের তালিকা:
জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্হিত। ১৯৪৫ সালে নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি মরহুম আতহার আলী জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকা:
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর
মাদানীনগর মাদ্রাসা নামেও পরিচিত।
ঢাকা ও চট্টগ্রাম হাইরোডের পাশে মাদ্রাসাটি অবস্হিত। ১৯৮৪ ইদ্রিস সন্দ্বিপী রিহ: মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। এছাড়াও রয়েছে —জামিয়া আশরাফিয়া আমলাপাড়া,জামিয়া আরাবিয়া দেওভোগ, জামিয়া হুসাইনিয়া হাজীগঞ্জ, কাশিপুর মাদ্রাসা।
ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার প্রসিদ্ধ মাদ্রাসা সমূহের তালিকা:
জামিয়া রশিদিয়া মুসলিমনগর গোবিন্দল।
মারাসাতু আবি হুরাইরা রাঃ মিতরা মানিকগঞ্জ।
ঢাকা বিভাগের ফরিদপুর জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকা:
জামিয়া আরাবিয়া শামসুল উলুম ফরিদপুর
খাবাসপুর মাদরাসা নামেও পরিচিত।
মাদ্রাসাটি ফরিদপুর জেলার পশ্চিম খাবাসপুরে অবস্হিত। ১৯৬৯ সালে মুফতু আব্দুল কাদের মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
ঢাকা বিভাগের গাজীপুর জেলার প্রসিদ্ধ মাদরাসাসমুহের তালিকা:
জামিয়া নূরীয়া ইসলামিয়া টঙ্গী গাজীপুর।
টঙ্গী দারুল উলুম মাদ্রাসা।
জাময়া উসমানিয়া সাতাইশ।
সাওতুল হেরা রাহমানিয়া মাদ্রাসা।
হারিনাল মাদ্রাসা।
কাপাসিয়া দারুল উলুম মাদরাসা।
দাওয়াতুল হক দেওনা মাদ্রাসা।
ঢাকা বিভাগের নরসিংদী জেলার প্রসিদ্ধ মাদ্রাসার তালিকা:
দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসা নরসিংদী।
ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার প্রসিদ্ধ মাদ্রাসার তালিকাঃ জামিয়া এমদাদিয়া সৈয়দপুর বিক্রিমপুর মুন্সিগঞ্জ।
বরিশাল বিভাগের প্রসিদ্ধ মাদ্রাসা:
জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশাল,
‘মাহমুদিয়া মাদ্রাসা’ নামেও বেশ প্রসিদ্ধ আবার ‘বেলতলা মাদ্রাসা’ নামেও পরিচিত।
মাদ্রাসাটি বরিশাল শহরের আমানতগঞ্জে অবস্হিত। ১৯৪৭ সালে সৈয়দ মাহমুদ মুস্তফা আল মাদানি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া
মাদ্রাসাটি বরিশাল জেলার চরমোনাই এলাকায় অবস্হিত। চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত হয় ১৯৪২ সৈয়দ মুহাম্মদ ইসহাকের হাত ধরে।
ময়মনসিংহ বিভাগের প্রসিদ্ধ মাদ্রাসা
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া
বালিয়া মাদ্রাসা নামেও বেশ প্রসিদ্ধ। মাদ্রাসাটি ময়মনসিং জেলার ফুলপুর থানার তারকান্দা শাকুয়াই রোড সংলগ্ন অবস্হিত। বালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে প্রখ্যাত আলেম ফয়জুর রহমানের হাত ধরে।
জামিয়া ইসলামিয়া মোমেনশাহী বা জামিয়া ইসলামিয়া ময়মনসিংহ মাদ্রাসা। মাদ্রাসাটি ময়মনসিংহ জেলার চরপাড়ায় অবস্হিত। জামিয়া ইসলামিয়া মোমেনশাহী প্রতিষ্ঠিত হয় ১৯৪২।
রাজশাহী বিভাগের প্রসিদ্ধ মাদ্রাসা
জামিয়া আশরাফিয়া পাবনা
মাদ্রাসাটি পাবনা জেলা সদরের লস্ক্রপুর অবস্হিত। জামিয়া আশরাফিয়া পাবনা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে।
জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়া
জামিল মাদ্রাসা নামেও বেশ পরিচিত। মাদ্রাসাটি বগুড়া শহরের চক ফরিদ কলোনিতে অবস্হিত। জামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
রংপুর বিভাগের প্রসিদ্ধ কওমী মাদ্রাসা
জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম, হিলি আজিজিয়া মাদ্রাসা নামেও বেশ পরিচিত। ররংপুর বিভাগের দিনাজপুর শহরের বাংলা হিলিতে মাদ্রাসাটি অবস্হিত।
সিলেট বিভাগের প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের তলিকা:
সিলেট বিভাগের মৌলভিবাজার জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকা:
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মৌলভিবাজার, মৌলিবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্হিত। ১৯৭৭ সালে মাওলানা আব্দুন নূর সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত হয়।
জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর, বরুনা মাদ্রাসা নামেও প্রসিদ্ধ। সিলেট অঞ্চলের একটি পুরাতন ও নামকরা মাদ্রাসা। বরুনা মাদ্রাসা ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয় হুসাইন আহমদ মাদানীর খলিফা লুৎফুর রহমানের উদ্যোগে।
সিলেট বিভাগের সিলেট জেলার প্রসিদ্ধ মাদ্রাসা সমূহের তালিকা:
জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেট, কাজির বাজার মাদ্রাসা নামেই প্রসিদ্ধ। মাদ্রসাটি সিলেটের কাজিরবাজারে অবস্হিত। কাজিরবাজার মাদ্রাসা ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।
জমিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ: সিলেট, দরগাহ মাদ্রাসা সিলেট নামেও বেশ প্রসিদ্ধ। ১৯৬১ সালে প্রখ্যাত আলেম মাওলানা আকবর আলী প্রতিষ্ঠিত করেন।
জমিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর সিলেট, আঙ্গুরা মাদ্রাসা নামেও বেশ প্রসিদ্ধ।
সিলেট বিয়ানীবাজারে অবস্হিত। জামিয়া আঙ্গুরা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর, সিলেট, গহরপুর মাদ্রাসা নামেও বেশ প্রসিদ্ধ। সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকায় মাদ্রাসাটি অবস্হিত। মরহুম আল্লামা নূর উদ্দিন গহরপুরী ১৯৫৭ সালে গহরপুর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন।
জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি মাদ্রাসা
হাড়িকান্দি মাদ্রাসা নামেও প্রসিদ্ধ। সিলেট জেলার জকিগঞ্জ থানার হাড়িকান্দিতে মাদ্রাসাটি অবস্হিত। হাড়িকান্দি মাদ্রাসা ১৯১৯ সালে মাওলানা আব্দুল আলী রহ এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়।
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমুহের তালিকা:
জামিয়া ইসলামিয়া আরাবীয়া উমেদনগর হবিগঞ্জ ‘উমেদনগর মাদ্রাসা’ নামেও বেশ প্রসিদ্ধ। হবিগঞ্জ জেলার সদরে খোয়াইনদীর তীরে উমেদনগর মাদ্রাসা অবস্হিত। ১৯৫৮ সালে উমেদনগর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
এছাড়াও রয়েছে জামিয়া কাসিমুল উলুম বাহুবল, জামিয়া কওমিয়া শামসুল উলুম টাইটেল মাদ্রাসা চুনারুঘাট, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের তালিকা:
জামিয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলী ও কাতিয়া, সংক্ষেপে কাতিয়া মাদ্রাসা। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় মাদ্রাসাটি অবস্হিত। ১৯৫১ সালে শায়েখে কাতিয়া রহ: মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
প্রিয় পাঠক, এপর্যন্তই আমাদের প্রবন্ধ। আমরা চেষ্টা করেছি দেশের বিখ্যাত ও প্রসিদ্ধ কওমী মাদরাসার তালিকা বানাতে। এটা একটি সংক্ষিপ্ত তালিকা। এটা সম্পূর্ণ আমার ইশতেহারের উদ্যোগে সংকলিত। চূড়ান্ত বিদ্বেষ নয়। এগুলো ছাড়াও দেশে অনেক বড়বড় কওমি মাদ্রাসা রয়েছে। তালিকাতে আসেনি এমন কোনো বিখ্যাত কওমী মাদ্রাসা বাকি থাকলে কমেন্টবক্সে জানান।