প্রিয় জ্ঞানপিপাসু পাঠক, আজ আপনাদেরকে দাওরায়ে হাদীসের সকল কিতাবের সাথে পরিচয় করিয়ে দেব। দাওরায়ে হাদিস কি? দাওরায়ে হাদীসে কি পড়ানো হয়? দাওরায়ে হাদীসের কিতাবগুলো কি কি? এসব আমরা অনেকেই জানি না। আজ দাওরায়ে হাদীস কি ও দাওরায়ে হাদিসের কিতাব সম্পর্কে জানব।
দাওরায়ে হাদীস কি?
দাওরায়ে হাদিস হলো কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর। দাওরায়ে হাদীসকে ‘তাকমীল ফিল হাদীস’ও বলা হয়। শ্রেণী হিসেবে এটি কওমী মাদ্রাসার পঞ্চদশ শ্রেণী। এই বর্ষে শুধু হাদিস পড়ানাে হয়। এতে মোট এগারোটি কিতাবের উপর পাঠদান করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সিহাহে সিত্তা’ তথা হাদিসের সহীহ ছয় কিতাব। ২০১৭ সনে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে সরকারিভাবে স্নাতকোত্তর বা মাষ্টার্স সমমানের স্বীকৃতি প্রদান করা হয়। কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড ‘আলহাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে সমস্ত শিক্ষার্থী দাওরায়ে হাদীস সম্পন্ন করেন বা পরীক্ষায় উত্তীর্ণ হন তারা ‘মাওলানা’ বা ‘আলেম’ পদবি লাভ করেন। যারা এই ক্লাসে দরস বা পাঠদান করেন তাঁদেরকে ‘মুহাদ্দীস’ বা ‘শায়খুল হাদীস’ বলা হয়। এই ক্লাসের শিক্ষার্থীদের মাদ্রাসায় আবাসিক থাকতে হয়। দিন রাতের যেকোনো সময় ক্লাস হয়ে থাকে। মোট কিতাব এগারোটি। মোট ঘন্টা ষোলোটি।
দাওরায়ে হাদিসের সিলেবাস বা দাওরায়ে হাদিসের কিতাব পরিচিতি—
দাওরায়ে হাদীসের মতন বা মূল কিতাব:
১। বুখারী শরীফ প্রথম খন্ড।
বুখারী শরীফ দ্বিতীয় খন্ড।
বুখারী শরীফের পরিচিতি:
বুখারী শরীফের পূর্ণ নাম—
الجامع المسند الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وايامه
বুখারী শরীফের লেখকের নাম: ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (রহ:)। ইমাম বুখারীর জন্ম তারিখ: ১৩ শাওয়াল, শুক্রবার, ১৯৪ হিজরী। বুখারী শরীফের মোট হাদীস সংখ্যা: প্রায় ৭২৭৫ টি, অন্য হিসেবে বুখারীর সংখ্যা ৭৫৬৩টি, তাকরার বা পুনরাবৃত্তি ছাড়া ২৫১৩ টি।
বুখারী শরীফে কিতাব ৮১টি, পরিচ্ছেদ বা বাব ৩৮৯৬ টি। বুখারী শরীফের প্রধান বৈশিষ্ট্য : তরজমাতুল বাব, সনদের বিচারে খুবই বিশুদ্ধ অর্থাৎ হাদীস সহীহ হওয়ার জন্যে যেসকল শর্ত রয়েছে উক্ত কিতাবে সেসব শর্ত পরিপূর্ণভাবে পাওয়া যায়।
২। মুসলিম শরিফ প্রথম খন্ড।
মুসলিম শরিফ দ্বিতীয় খন্ড।
মুসলিম শরীফের পূর্ণ নাম:
الجامع الصحيح المختصر السنن بنقل العدل عن العدل من رسول الله صل الله عليه وسلم.
সংক্ষেপে সহীহ মুসলিম বলা হয়।
মুসলিম শরীফের সংকলক / মুসলীম শরীফের মুসান্নিফের নাম: ইমাম আবুল হুসাইন আসাকিরুদ্দীন মুসলিম ইবনুল হাজ্জাজ রহঃ।
ইমাম মুসলিমের জন্ম তারিখ: ২০৪ বা ২০৬ হিজরী ইমাম মুসলিমের মৃত্যু তারিখ : ২৫ রজব ২৬১ হিজরী, জীবনকাল : ৫৫/৫৭ বছর।
মুসলিম শরীফের মোট হাদীস সংখ্যা: প্রায়১২০০০ টি, অন্যহিসেবে মুসলিম শরীফে হাদীসের সংখ্যা ৭৪৫৩টি, মুসলিম শরীফে তাকরার বা পুনরাবৃত্তি ছাড়া হাদীস সংখ্যা প্রায় ৩০৩৩ টি। কিতাব : ৫৪ , মুসলিমের অধ্যায় : ১০৩৪ টি।
মুসলিম শরীফের প্রধান বৈশিষ্ট্য : মুকাদ্দমা ও চমৎকার বিন্যাস।
৩। তিরমিজি শরীফ প্রথম খন্ড
তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড।
তিরমিজি শরীফের প্রকৃত নাম:
المسند الصحيح المختصر من السنن بنقل العدل عن العدل من رسول الله صل الله عليه وسلم.
সংক্ষেপে: جامع الترمذي /سنن الترمذي (জামিউত তিরমিজি বা সুনান আত তিরিমিযি) বলা হয়।
তিরমিজি শরীফের সংকলক হলেন: ইমাম আবু ঈসা মুহাম্মাদ ইবনে ঈসা ইবনে সাওরাহ।
ইমাম তিরমিজির জন্ম: ২০৯ হিজরি সনে।
ইমাম তিরমিজির ওফাত: ১৩ই রজব, সোমবার,২৭৯ হিজরি সনে। জীবনকাল:৭০ বছর।
তিরমিজি শরীফের মোট হাদীস সংখ্যা : ৩৯৬৫টি, অন্য হিসেবে তিরমিজি শরীফের হাদীস সংখ্যা ৩৯৫৬টি, আল্লামা আহমদ শাকেরের মতে-২৯৮৩টি, তিরমিজি শরীফের মধ্যে কিতাব: ১৫১টি, বাব: ১৯৮৫টি।
তিরমিজি শরীফের প্রধান বৈশিষ্ট্য: প্রতিটি হাদীসের সাথে ফিক্বহী আলোচনা, সংযুক্ত মুকাদ্দমা ও কিতাবুল ইলাল।
৪। আবু দাউদ প্রথম খন্ড
আবু দাউদ দ্বিতীয় খন্ড।
আবু দাউদ শরীফের প্রকৃত নাম: السنن (আস সুনান) সুনানে আবু দাউদ।
আবু দাউদ শরীফের সংকলক: ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআছ (রহ.)।
ইমাম আবু দাউদের জন্ম: ২০২ হিজরী।
ইমাম আবু দাউদের মৃত্যু: ১৬ই শাওয়াল, শুক্রবার, ২৭৫ হিজরী, জীবনকাল : ৭৩ বছর।
আবু দাউদ শরীফের মোট মোট হাদীস সংখ্যা: ৪৮০০ টি, অন্যমতে আবু দাউদ শরীফের হাদিস সংখ্যা ৫২৭৪টি, কিতাব: ৮, বাব: ৮০৭,
আবু দাউদের প্রধান বৈশিষ্ট্য: (قال ابو داؤد) ক্বলা আবু দাউদ।
৫। নাসায়ী শরীফ প্রথম খন্ড
নাসায়ী শরীফ দ্বিতীয় খন্ড।
নাসাই শরীফের মূল নাম : السنن (আস সুনান) সুনানে নাসাই।
নাসাঈ শরীফের সংকলক: আবু আব্দুর রহমান আহমাদ ইবনে শোয়াইব ইবনে আলী ইবনে সিনান আন নাসাঈ।
ইমাম নাসাঈর মৃত্যু: ১৩ সফর, সোমবার, ৩০৩ হিজরী, জীবনকাল: ৮৮ বছর।
নাসাঈ শরীফের মোট হাদিস সংখ্যা: ৫৭৬১টি, অন্য হিসেবে নাসাই শরীফের হাদিস সংখ্যা ৫৭৫৮টি, কিতাব: ২৫, বাব: ১৫০,
নাসাঈ শরীফের প্রধান বৈশিষ্ট্য: বিভিন্ন শিরোনামে একই রেওয়াতের তাকরার বা পুনরাবৃত্তি।
৬। সুনানে ইবনে মাজাহ
ইবনে মাজাহ‘র প্রকৃত নাম: السنن (আস সুনান) সুনানে ইবনে মাজাহ।
ইবনে মাজাহ শরীফের সংকলকের নাম: আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে মাজাহ।
ইমাম ইবনে মাজার জন্ম: ২০৯ হিজরী,
ইমাম ইবনে মাজার মৃত্যু ২৭৩ হিজরী, ইমাম ইবনে মাজাহ এর জীবনকাল ৬৪ বছর।
ইবনে মাজার মোট হাদীস সংখ্যা: ৪৩৪১টি, কিতাব ৩৭, বাব ১৩৫৫,
ইবনে মাজাহ এর প্রধান বৈশিষ্ট— মুকাদ্দামা, ইবনে মাজাতে হাদীসের তাকরার বা পুনরাবৃত্তি নেই।
৭। মুয়াত্তায়ে ইমাম মালেক
প্রকৃত নাম الموطأ মুয়াত্ত্বা।
মুয়াত্তা মালিকের সংকলক: ইমাম আবু আব্দুল্লাহ মালেক ইবনে আনাস রহ:।
ইমাম মালিকের জন্ম: ৯৩/৯৪/৯৫ হিজরি।
মৃত্যু: ১৪ই রবিউল আওয়াল,১৭৯ হিজরি, জীবনকাল: ৮৪/৮৫/৮৬ বছর। মুয়াত্তা মালেকে হাদিস সংখ্যা ১৭২০টি। কিতাব: ২৯, বাব ৪৭টি। মুয়াত্তা মালিকের বৈশিষ্ট্য: সব রাবী হিজাযী, মদীনাবাসীদের ইজমা বর্ণনা করা হয়েছে,উম্মুস সহীহাইন।
৮। মুয়াত্তায়ে ইমাম মুহাম্মদ
প্রকৃত নাম: মুয়াত্তা,
সংকলক: ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ শাইবানী রহঃ। জন্মঃ ১৩২ হিজরি। মৃত্যু: ১৮৯ হিজরি, জীবনকাল: ৫৭ বছর। মুয়াত্তা মুহাম্মদের মোট হাদিস সংখ্যা ১১৮০টি, কিতাবঃ১২টি, বাব: ৪৫৭টি।
প্রধান বৈশিষ্টঃ প্রতিটি বিষয়ের হাদিসের সাথে হানাফি মাযহাবের মাসআলাসমূহ দলীল বর্ণিত রয়েছে।
৯। ত্বহাভী শরীফ/ শরহে মা`আনিল আছার
প্রকৃত নাম: شرح معان الآثار المختلفة المروية
عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
সংকলক: ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ আতত্বহাভী (রহ:)।
ইমাম তহাবীর জন্ম: ২৪৭/২৩৮/২৩৯ হিজরি।
মৃত্যু: ৩২১ হিজরি। জীবনকাল: ৮২/৮৩/৮৪ হিজরি।
কিতাবঃ ৬, বাব ১৬৪, তহাভী শরীফের মোট হাদিস ৬৯৪৫টি। প্রধান বৈশিষ্ট: নজরে ত্বহাভী।
১০। শামায়েলে তিরমিজি
নবী কারীম মুহাম্মদ সাঃ এর গঠন প্রকৃতি,আচার-ব্যবহার ইত্যাদির বিবরণ। লেখক:ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাহ।
১১। ইলমে কিরাত বা তাজবীদ
কুরআনুল কারীম পঠন পদ্বতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানার্জন।
দেখুন মিশকাত জামাতের কিতাব
আরও পড়ুন, হাদিসের প্রকার ও হাদীসের পরিচয়
প্রিয় পাঠক, আশা করি আজকের পোস্ট থেকে দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিসের কিতাব বা দাওরায়ে হাদীসের সিলেবাস সমপর্কে বেশকিছু বিষয় জানতে পেরেছেন।